নিলামে উঠছে ব্র্যাডম্যানের ‘ব্যাগি গ্রিন’
ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের জন্য আভিজাত্যের প্রতীক ভাবা হয় ব্যাগি গ্রিন ক্যাপকে। টেস্ট অভিষেকে তাদের মাথায় তুলে দেয়া হয় সবুজ এই টুপি। আবেগের এই ব্যাগি গ্রিন ক্যাপ কিংবদন্তি ডন ব্র্যাডম্যান উপহার হিসেবে দিয়েছিলেন প্রতিবেশি ও বন্ধু পিটার ডানহামকে।
সেই টুপি এবার তোলা হচ্ছে নিলামে। প্রতারণার দায়ে বর্তমানে জেলে আছেন ডানহাম। তার করা ঋণ শোধ করার জন্যই নিলামে তোলা হবে বিখ্যাত ব্যাগি গ্রিন।
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়া তো বটেই ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন ডন ব্র্যাডম্যান। টেস্টে তার ৯৯.৯৪ সবসময় অক্ষত থাকবে এমন রেকর্ড হিসেবে ভাবা হয়।
১৯৫৯ সালে স্যার ডন ব্র্যাডম্যান তার ব্যাগি গ্রিন প্রতিবেশি পিটার ডানহামকে উপহার হিসেবে দেন। যার বাড়ি ছিল ব্র্যাডম্যানের পরিবার যেখানে থাকতো তার ঠিক পেছনে।
বিজ্ঞাপন
বর্তমানে এক মিলিয়ন ডলারের বেশি আত্মসাতের দায়ে আট বছরের জন্য জেলে আছেন ডানহাম। ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন বিক্রির টাকার তার পাওনাদারদের অর্থ শোধ করা হবে।
চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নিজের ব্যাগি গ্রিন টুপিটি নিলামে তুলেন কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। এক মিলিয়ন ডলারের বেশিতে বিক্রি হয় সেটি।
২০০৩ সালে অস্ট্রেলিয়ার হয়ে ব্র্যাডম্যানের খেলা সর্বশেষ টেস্টের ব্যাগি গ্রিন নিলামে তোলা হয়। ৪ লাখ ২৫ হাজার ডলারের বিনিময়ে বিক্রি করা হয় ওই ক্যাপ। ২০১৫ সালে অধিনায়ক হিসেবে পরা ব্র্যাডম্যানের প্রথম ব্লেজার বিক্রি হয় ১ লাখ ৩২ হাজার ডলারে।
এমএইচ