টেস্ট র্যাঙ্কিংয়েও ফিরলেন সাকিব
ছবি : সংগৃহীত
হঠাৎই যেন বজ্রপাতের মতো এসেছিল সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার খবর। ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন, গ্রহণ করেননি সেটি, জানানওনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। তাতেই এক বছরের নিষেধাজ্ঞার কবলে পড়েন সাকিব।
ওই সময় টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিয়ে তিন নম্বরে ছিলেন তিনি। মাস খানেক আগে শেষ হয়েছে সাকিবের এক বছরের নিষেধাজ্ঞা। তার ফেরার পর সোমবারই প্রথমবারের মতো আপডেট করা হয় টেস্ট র্যাঙ্কিং। যেখানে চারে আছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
বিজ্ঞাপন
টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন বেন স্টোকস। নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করতে না পারায় দুই নম্বরে নেমে গেছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জেসন হোল্ডার।
১ পয়েন্টে এগিয়ে শীর্ষে ছিলেন তিনি। স্টোকস এখন এগিয়ে আছেন ১২ পয়েন্টে। তার পয়েন্ট ৪৪৬, হোল্ডারের ৪৩৪। ৩৯৭ পয়েন্ট নিয়ে তিনে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা।
বিজ্ঞাপন
এর আগে ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব। টি-টোয়েন্টিতে ছিলেন দ্বিতীয় স্থানে। নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞার সময়টাতে র্যাঙ্কিংয়ে ছিলেন না তিনি।
টেস্টে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সবার ওপরে মুশফিকুর রহিম, তার অবস্থান ১৮তম।বোলারদের র্যাঙ্কিংয়ে ২২তম স্থানে থাকা সাকিবই বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে। ২৬তম স্থান নিয়ে তার পরই তাইজুল ইসলাম।