ছবি: সংগৃহীত

ফরাসি মিডফিল্ডার পল পগবার ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায় ‘শেষ হয়ে গেছে’, জানিয়েছেন খেলোয়াড়ের এজেন্ট মিনো রাইয়োলা।

ইউনাইটেড কর্তৃপক্ষ কিছুদিন আগে ফরাসি মিডফিল্ডারকে আরও এক বছরের জন্যে ক্লাবে চুক্তিবদ্ধ করেছে, যা তাকে দলে রাখবে ২০২২ সাল পর্যন্ত। কিন্তু সম্প্রতি টুট্টোস্পোর্টকে দেয়া এক সাক্ষাতকারে রাইয়োলা জানিয়েছেন ক্লাবটিতে নিজের ভবিষ্যত দেখছেন না পগবা, আগামী জানুয়ারিতেই যোগ দিতে চান নতুন ক্লাবে।

সোমবার প্রকাশ পাওয়া সাক্ষাতকারটিতে রাইয়োলা বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আর পগবার মধ্যকার সম্পর্ক শেষ। সোজাসাপ্টা বলা, সামনের দিকে তাকানোই ভালো, দোষারোপ করার মতো মানুষ খুজে সময় নষ্ট করার কোনো অর্থ নেই। পগবা ইউনাইটেডে অসুখী।’

‘তিনি যেমনটা চাইছেন, সেভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না এখানে। তাকে ক্লাব বদলাতে হবে, দৃশ্যপটে পরিবর্তন চাই তার। ক্লাবের সঙ্গে তার চুক্তি শেষ হবে আরও দেড় বছর পর, ২০২২ সালের গ্রীষ্মে। কিন্তু আমি বিশ্বাস করি দুই পক্ষের জন্যেই সমাধানটা ভালো হবে যদি আগামী দলবদল মৌসুমেই তিনি ক্লাব ছাড়েন।’

‘নাহলে তাকে বিনামূল্যে হারানোর ঝুঁকিটা ইউনাইটেড ভালোভাবেই জানে, যেহেতু এখন আর খেলোয়াড়ের চুক্তি নবায়নের কোনো ইচ্ছাই নেই আর। যদি কেউ এটা না বোঝে, তাহলে তারা হয় ফুটবল সম্পর্কে কম জানেন, নাহয় কিছুই জানেন না। যে কোনো পরিস্থিতিতেই যদি আগামী গ্রীষ্মে পল ইউনাইটেড ছাড়েন, তাহলে তারা আমাকে দোষারোপ করতে পারবেন।’

ইউনাইটেড অবশ্য আরও একটা কারণে দোষারোপ করতে পারে ‘সুপার এজেন্ট’ রাইয়োলাকে। কারণ চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে দলটির অঘোষিত নক আউট ম্যাচ আজ মঙ্গলবার। ‘এইচ’ গ্রুপের এই ম্যাচে শেষ ষোল নিশ্চিত করতে অন্তত ড্র চাই কোচ ওলে গুনার সোলসারের শিষ্যদের। হারলে গন্তব্য হতে পারে ইউরোপা লিগের নকআউট। তার ঠিক আগের দিনই এমন মন্তব্য দলকে নাড়িয়ে দিতে পারে ভালোভাবেই।

পগবাকে দলে পেতে রিয়াল মাদ্রিদ ও তার সাবেক ক্লাব জুভেন্তাস মাসকয়েক আগে আগ্রহ প্রকাশ করেছে বলে গুঞ্জন আছে ইউরোপীয় সংবাদ মাধ্যমে। করোনাপরবর্তী অর্থনৈতিকভাবে কঠিন সময়ে বিশাল বেতন দিয়ে ইউনাইটেড ফরাসি এই মিডফিল্ডারকে দলে রাখতে পারবে কিনা তা নিয়েও আছে সংশয়। সব কিছু মিলিয়ে পরিস্থিতি আগ থেকেই ইঙ্গিত করছিলো পগবার ইউনাইটেড ছাড়ার দিকে। রাইয়োলার মন্তব্যে পরিষ্কার হয়ে গেছে ব্যাপারটা। এখন ইউনাইটেড মিডফিল্ডার আগামী জানুয়ারিতে ক্লাব ছাড়বেন নাকি গ্রীষ্মকালীন দলবদলে খুঁজে নেবেন নতুন ঠিকানা, দেখার বিষয় সেটাই।

এনইউ