জেএফএ কাপে চ্যাম্পিয়ন মাগুরা
ছবি : সংগৃহীত
জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) কাপ অনুর্ধ্ব ১৪ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা জেলা। সোমবার দুপুরে রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মাগুরা জেলা ৩-১ গোলে রংপুর জেলাকে হারিয়েছে।
মাগুরার পক্ষে জোড়া গোল করেন নবিরন খাতুন ও অর্পিতা বিশ্বাস। জোড়া গোলদাতা নবিরন খাতুন ম্যান অফ দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন। র্টুনামেন্ট সেরা হয়ছেন সুর্বণা খাতুন, সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন রংপুরের রেশমি এবং মাগুরার অর্পিতা বিশ্বাস। ৯ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন।
বিজ্ঞাপন
ফাইনাল ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়া (মানিক), ফিফা ও এএফসি কাউন্সিল মেম্বার, বাফুফে সদস্য ও মহিলা ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরন, বাফুফে সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ ও ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।
বিজ্ঞাপন
এজেড/এমএইচ