ছোট হয়ে আসতে পারে উইন্ডিজের বাংলাদেশ সফর
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সফর সংক্ষিপ্ত করতে আগ্রহী উইন্ডিজ কর্তৃপক্ষ। আগামী জানুয়ারিতে তিন টেস্ট, তিন ওয়ানডে ও দুটো টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও করোনাকাল ও আসছে বছর ঠাসবুনোটের সূচির কথা মাথায় রেখে বড় সময় ধরে সফর করতে চায় না ক্যারিবীয়রা। সিদ্ধান্তটা চূড়ান্ত হলে সূচি থেকে কাটা পড়তে পারে একটি টেস্ট ও গোটা টি-টোয়েন্টি সিরিজটি। বাংলাদেশ সফর নিয়েই এখনো সিদ্ধান্ত নেয়নি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। গত সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, এ নিয়ে সিদ্ধান্ত আসবে আগামী সপ্তাহে।
ক্রিকেট উইন্ডিজের সভাপতি রিকি স্কেরিট ক্রিকবাজকে গত সোমবার জানিয়েছেন, আসন্ন সিরিজ নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ, তবে অচিরেই এ নিয়ে ঘোষণা আসবে। তিনি বলেছেন, ‘সফরটা চূড়ান্ত নয়, কোনো কিছু নিয়েই এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।’
বিজ্ঞাপন
ক্রিকেট উইন্ডিজের দুই সদস্যের পরিদর্শক দল সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছেন। সিরিজটির জন্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রস্তাবিত কোভিড-১৯ সুরক্ষা প্রটোকল নিয়ে সন্তুষ্টিও প্রকাশ করেছে দলটি।
অনেক বেশি ম্যাচ থাকায় সবকিছু বিবেচনায় আনতে হবে উইন্ডিজকে, জানিয়েছেন স্কেরিট। তবে সিরিজটা ছোট হয়ে দুই টেস্ট আর তিন ওয়ানডেতে নেমে আসবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ব্যাপারটা এ সপ্তাহে চূড়ান্ত হবে। চলতি বছর অনেক বেশি খেলা স্থগিত হওয়ার কারণে ২০২১ সালে বেশ ঠাসবুনোটের সূচি অপেক্ষা করছে আমাদের জন্যে।’
বিজ্ঞাপন
বিসিবি এখনো সিদ্ধান্তের অপেক্ষায় আছে। তবে বোর্ডের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খানও ইঙ্গিত দিয়েছেন সংক্ষিপ্ত সফরে। তিনি বলেন, ‘ব্যাপারটা এমন নয় যে তারা খেলতে চান না। তবে তারা এখানে বড় সময়ের জন্যে এসে থাকতে চান না। সম্প্রতিই ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজে জৈব সুরক্ষা বলয় নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। দুই টি-টোয়েন্টি ও একটি টেস্ট ছাড়াই সিরিজটা অনুষ্ঠিত হতে পারে।’
এদিকে করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া খেলাগুলোকে আবারও সূচিতে আনার ব্যাপারে আগ্রহী বিসিবি। কোভিড প্রাদুর্ভাবের কারণে গেলো মার্চ-এপ্রিলে বাংলাদেশকে পাকিস্তান সফর বাতিল করতে হয়েছিলো, এরপর একই পরিণতি হয়েছে গেলো মে মাসে আয়ারল্যান্ড সফরেরও। বিদায়ী বছরে শ্রীলঙ্কা সফরের কথা ছিলো বাংলাদেশের, সূচিতে ছিলো অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুটো সিরিজও। করোনার কারণে বাতিল হয়েছে সেগুলোও, গত অক্টোবরে শ্রীলঙ্কা সফরের কথা ছিলো বাংলাদেশের, কিন্তু শ্রীলংকার বেঁধে দিয়া নিয়মনীতির বেড়াজালে সম্মত না হওয়ায় শেষমেশ সফরটি আর আলোর মুখ দেখেনি।
এনইউ