ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে এখনো চিরচেনা রূপে দেখা যায়নি বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসিকে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে কাতালানদের আতিথ্য নেয়ার আগে জুভেন্তাস কোচ আন্দ্রেয়া পিরলো প্রতিপক্ষ অধিনায়কের সমস্যাটাকে দেখলেন মানসিক হিসেবে।

মেসির সমস্যার শুরু মূলত চলতি বছরের শুরু থেকে। কোচ আর্নেস্তো ভালভার্দে আচমকা পদচ্যুত হওয়ার পর থেকেই মূলত নিজেকে হারিয়ে খুজছেন মেসি। পরবর্তী কোচ কিকে সেতিয়েনের আমলে ব্যাপারটা আরও কঠিনই হয়ে দাঁড়িয়েছে আর্জেন্টাইন তারকার জন্যে। এরপর এলো বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ ব্যবধানে লজ্জার এক হার। ক্লাবের সঙ্গে বনিবনা হচ্ছিলো না এর আগ থেকেই। সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি মিলিয়ে গেলো দলবদল মৌসুমে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন। তবে নানা নিয়মের বেড়াজালে আর শেষমেশ ক্লাব ছাড়া হয়নি বার্সা অধিনায়কের।

তবে নতুন মৌসুমে এখন পর্যন্ত মেসি নিজরূপে আবির্ভূত হতে পারেননি, এখন পর্যন্ত রয়েছেন নিজের ছায়া হয়েই। জুভেন্তাস কোচ পিরলো একে দেখছেন মানসিক সমস্যা হিসেবে, যার শুরুটা হয়েছে গেলো গ্রীষ্মকালীন দলবদলে। সাবেক জুভেন্তাস মিডফিল্ডারের ভাষ্য, ‘মেসি শুধু তার ক্যারিয়ারই নয়, তার জীবনেরও এক বিশেষ মূহুর্তে অবস্থান করছে। কারণ গেলো গ্রীষ্মেই সে সমস্যার মুখে পড়েছিলো, যার ফলে বার্সেলোনায় তার থাকা না থাকাটাও পড়ে গিয়েছিলো সন্দেহের মুখে।’

এর আগে মাঠে কিংবা মাঠের বাইরে সমস্যায় পড়লেও এর বাজে প্রভাব কখনোই খেলায় পড়তে দেননি মেসি। তবে এবারের পরিস্থিতি বেশ ভিন্ন। পিরলো একে নেহায়েত ফুটবলীয় কারণে হয়েছে বলে মানতে নারাজ। বললেন, ‘ম্যাচে সে সবসময়ই তার মূল্যটা বিশ্বকে বুঝিয়েছে। তার সমস্যাটা ফুটবল থেকেও বড় কিছু, সম্ভবত মানসিক। তবে যেহেতু এ নিয়ে আমাদের কোনো সম্পৃক্ততা নেই তাই এ ব্যাপারে আমি বেশি কিছু বলতে চাই না। তবে এটা বলবো, মেসি একজন বিস্ময়, আর ব্যাপারটা সে সবসময়ই দেখিয়ে এসেছে।’

জুভেন্তাস যখন বার্সেলোনার আতিথ্য নেবে আজ মঙ্গলবার রাতে, চ্যাম্পিয়ন্স লিগের ‘জি’ গ্রুপের শীর্ষে যেতে হলে ন্যু ক্যাম্পে বড় জয়ই প্রয়োজন তাদের। এছাড়া শেষ ষোলয় খেলা নিয়ে খুব একটা সংশয় নেই বিয়েঙ্কোনেরিদের। পাঁচ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ড ইতোমধ্যেই নিশ্চিত করে ফেলেছে পিরলোর শিষ্যরা। অন্যদিকে সবকটি ম্যাচ যেতা বার্সা আজকের ম্যাচে ড্র করলেই গ্রুপসেরা হয়ে চলে যাবে শেষ ষোলয়।

এনইউ