শুরুতে রাজস্থান রয়্যালস প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্সকে বেধে ফেলেছিল অল্পতেই। তারপর ওই লক্ষ্যে ধীরস্থিরভাবে পৌঁছে গেছে তারা। সাকিব আল হাসানবিহীন কলকাতাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রাজস্থান।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার আগে ব্যাট করে রাজস্থানের সামনে ১৩৪ রানের লক্ষ্য দেয় কলকাতা। জবাব দিতে নেমে ৭ বলে ৫ রান করে আউট হন ওপেনার জস বাটলার। চলতি আসরে প্রথমবারের মতো সুযোগ পাওয়া জয়স্রী জাসওয়াল অবশ্য ভালোই খেলেন।

৫ চারে ১৭ বল থেকে ২২ রান করে আউট হন তিনি। এরপর দলের হাল ধরেন অধিনায়ক সাঞ্জু স্যামসান, শিভাম দুভের সঙ্গে গড়েন ৪৫ রানের জুটি। ১৮ বলে ২২ রান করে দুভে সাজঘরে ফেরত গেলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন স্যামসান।

২ চার ও ১ ছক্কায় ৪১ বলে ৪২ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে চড়ে ৭ বল আগেই ছয় উইকেটের বড় জয় নিশ্চিত হয় রাজস্থানের।

এর আগে ব্যাটিংয়ে নেমে কলকাতার দুই ওপেনারই শুরু করেন ধীরগতির। ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে বাটলারের থ্রোতে রান আউট হয়ে সাজঘরে ফেরত যান ১৯ বলে ১১ রান করা গিল।

আরেক ওপেনার নিতিশ রানাও একটু পর আউট হয়ে যান ১ চার ও ছক্কায় ২৫ বলে ২২ রান করে। কলকাতার পক্ষে সর্বোচ্চ রান আসে রাহুল ত্রিপাটির ব্যাট থেকে। ১ চার ও ২ ছক্কায় ২৬ বলে ৩৬ রান করে মুস্তাফিজুর রহমানের শিকার হন তিনি। তবে তার পর দিনেশ কার্তিক ছাড়া কেউই কলকাতার ইনিংসকে তেমন বড় করতে পারেননি। 

৪ চারে ২৪ বলে ২৫ রান করে কার্তিক সাজঘরে ফেরত গেলে আর বেশি লম্বা হয়নি কলকাতার ইনিংস। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রানে থামে কলকাতার ইনিংস। ৪ ওভারে ২২ রান দিয়ে এক উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২৩ রান দিয়ে চার উইকেট পেয়েছেন ক্রিস মরিস।  

এমএইচ/এইচকে