সার্জারি লাগবে না সৌরভের
হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। বুকে ব্যথা অনুভব করায় নিজেই গিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। যদিও সৌরভের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
দ্রুতই তিনি সুস্থ হয়ে যাবেন বলে জানিয়েছেন ডাক্তাররা। বাইপাস সার্জারিরও প্রয়োজন নেই সৌরভের। বাড়িতে জিম করতে গিয়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় নিজেই যোগাযোগ করে হাসপাতালে আসেন তিনি। গোল্ডেন আওয়ারেই হাসপাতালে ভর্তি হওয়ার কারণেই বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে।
বিজ্ঞাপন
সৌরভের জন্য গঠিত পাঁচ সদস্যের মেডিকেল টিমের সদস্য আফতাব খান বলেন, ‘উনি একটা মৃদু হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু উনি নিজেই ফোন করে হাসপাতালে চলে আসেন। তাই বড় বিপদ এড়ানো গিয়েছে।’
তিনি আরও বলেন, ‘লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে স্টেন্ট বসিয়েছি। উনি সজ্ঞান এবং সচেতন আছেন। আমাদের সঙ্গে কথাও বলেছেন। উনি বেশ কয়েকদিন ধরেই সপ্তর্ষি বসুর চিকিৎসাধীন ছিলেন। অসুস্থতা বোধ করায় উনি সপ্তর্ষিকে ফোন করেন। তার পর সপ্তর্ষির সঙ্গেই উনি হাসপাতালে চলে আসেন। আমরা তাকে প্রাথমিকভাবে বিপদ মুক্ত করেছি।’
বিজ্ঞাপন
সৌরভের হৃদপিন্ডে তিনটি ব্লক ধরা পড়েছে। তার মধ্যে একটিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করে ‘স্টেন্ট’ বসানো হয়েছে। বাকি দু’টিতেও ‘স্টেন্ট’ বসানো হবে বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ। তাই আপাতত আর সার্জারি লাগবে না সৌরভের।
এই ব্যাপারে আফতাব বলেন, ‘এখন বাইপাস সার্জারির কথা আমরা ভাবছি না। আমরা স্টেন্ট বসানোটাই উপযুক্ত মনে করেছি। আমরা আপাতত ওকে পুরোপুরি সুস্থ করে তুলতে চাই। উনি একেবারেই সুস্থ হয়ে যাবেন। আবার চাইলে ক্রিকেটও খেলতে পারবেন।’
এমএইচ