করোনার উচ্চ ঝুঁকিতে যে কয়েকটি দেশ রয়েছে, তাদের একটি অস্ট্রেলিয়া। কোভিড-১৯ জেরে নিরাপত্তা ইস্যুতে বেশ সতর্ক তারা। তবে করোনার প্রকোপ না কমলেও অস্ট্রেলিয়ান সরকারের অনুমতি নিয়ে দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে খেলতে গেছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজ চলাকালীন করোনার নিয়ম না মানায় আইসোলেশনে যেতে হয়েছে ৫ ভারতীয় ক্রিকেটারকে। 

সমান ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে ৪ ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেখানে পাড়ি দিয়ে শক্ত আইসোলেশনের নিয়ম নেনে মাঠে নামার সুযোগ পেয়েছেন সফরকারী ক্রিকেটাররা। এরই মধ্যে সীমিত ওভারের সিরিজ দুইটি শেষ হয়েছে। বাকি শুধু চার ম্যাচ টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচ।

এর মধ্যেই নতুন বছরকে স্বাগত জানাতে নিজেদের হোটেল ছেড়ে বের হয়েছিলেন ভারতের ৫ জন ক্রিকেটার। বর্ষবরণের রাতের উদযাপন করতে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন রোহিত শর্মা, নভদীপ সাইনি, ঋষভ পান্থ সহ ৫ জন তারকা খেলোয়াড়। সেই ঘটনা নজরে আসে একজন ভারতীয় সমর্থকের। পরবর্তীতে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তিনি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার জৈব সুরক্ষা বলয়ের নিয়ম অনুযায়ী, বাইরে ক্রিকেটাররা খেতে পারেন। তবে রেস্তোরাঁর বাইরে খেতে হবে। খাবার সময়টুকু বাদ দিয়ে মুখে মাস্ক থাকতে হবে। ক্রিকেট সমর্থকের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ক্রিকেটাররা রেস্তোরাঁর ভেতরেই বসেছিলেন। এমনকি মাস্কও পরে ছিলেন না।

সেই ঘটনা নজরে এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার। এরপরই তদন্ত শুরু করেছে তারা। পাশপাশি অভিযুক্ত ৫ ক্রিকেটারকে আইসোলেশনে পাঠানো হয়েছে। ৭ জানুয়ারি তৃতীয় টেস্টের আগ পর্যন্ত দলের বাকি সদস্যদের থেকে বিচ্ছিন্ন থাকবেন তারা। এমনকি তারা মেলবোর্ন থেকে সিডনিতেও যাবেন আলাদাভাবে। সেখানে গিয়ে অনুশীলনও আলাদাভাবে করতে হবে অভিযুক্ত ৫ জনকে।  

টিআইএস/ এমএইচ