লাল কার্ডের পর তকলিসকে শোকজ
লালকার্ড তো দেখেছেনই। এক ম্যাচ নিষিদ্ধের বেশি কেন শাস্তি দেয়া হবে না- এমন কারণ দর্শানোর নোটিশও (শোকজ) পেলেন শেখ রাসেলের তরুন ফরোয়ার্ড তকলিস আহমেদ।
বুধবারের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) শৃঙ্খলা কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের কম্পিটিশন ম্যানেজার জাবের বিন তাহের আনসারি।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘রেফারি আনিসুর রহমান সাগরের রিপোর্ট অনুযায়ী এক ম্যাচ নিষিদ্ধের অধিকতর শাস্তি কেন দেয়া হবে না, সে ব্যাপারে তকলিসকে শোকজ নোটিশ দিয়েছে শৃংখলা কমিটি।’
শুক্রবার চট্টগ্রাম আবাহনীর কাছে হারের পর ম্যাচ শেষে মেজাজ হারিয়ে প্রতিপক্ষের কাউসার আলি রাব্বির মুখে ঘুষি মারেন তকলিস। তাৎক্ষনিকভাবে তাকে লালকার্ড দেখান রেফারি।
বিজ্ঞাপন
এমএইচ