শ্বাসরূদ্ধকর ম্যাচে মোহামেডানকে হারিয়ে সেমিতে সাইফ
৯০ মিনিটে নিষ্ফল। অতিরিক্ত ৩০ মিনিটেও ফল আসেনি। টাইব্রেকারেও সমান ছিল দুই দল। অবশেষে সাডেন ডেথে মোহামেডানকে ৭-৬ গোলে হারিয়ে সেমিফইনালে ওঠেছে সাইফ স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র ছিল।
টাইব্রেকার ও সাডেন ডেথে মোহামেডানের সুলেমান দিয়াবাতে, অধিনায়ক উরি নাগাতা, হাবিবুর রহমান সোহাগ, মো. মিঠু, মানজির কলিদিয়াতি ও আমির হাকিম বাপ্পী গোল করতে পারলেও ব্যর্থ হয়েছেন আমিনুর রহমান সজিব ও মোহাম্মদ আতিকুজ্জামান।
বিজ্ঞাপন
মূলত বাইরে শট মেরে আতিকের ভুলের কারণেই হার এড়াতে পারেনি সাদা কালো শিবির। অন্যদিকে সাইফের হয়ে ইকেচুকু কেনেথ, শহিদুল আলম শাহেদ, জন ওকোলি, এমানুয়েল, রহিম উদ্দিন, রহমান মিয়া ও সিরোজুদ্দিন রখমাতুল্লেভ গোল করেন। ব্যর্থ হয়েছেন কেবল ইয়াসিন আরাফাত।
তারুণ্যই ভরসা ছিল মোহামেডানের। তা আরও একবার প্রমাণ পাওয়া যায় এই ম্যাচে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধাকে ৪-১ গোলে হারানো সাদা কালোদের দাপট ছিল কোয়ার্টার ফাইনালেও।
বিজ্ঞাপন
ম্যাচের শুরু থেকেই সাইফকে চেপে ধরে তারা। উপর্যুপরি আক্রমণে বার বার ভেঙে পড়ে সাইফের রক্ষণবুহ্য। তবে কর্ণার থেকে ম্যাচের মাত্র ৫০ সেকেন্ডেই গোল আদায় করে নেয় মোহামেডান। হাবিবুর রহমান সোহাগের উড়ন্ত কর্ণারে বরুকিনা ফাসোর ডিফেন্ডার মুনজির কুলাদিয়াতির মাথা ছুঁয়ে যাওয়া বলে হেডের মাধ্যমে গোল করেন মোহাম্মদ আতিকুজ্জামান।
খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি সাদা কালোর উল্লাস। ম্যাচের সাত মিনিটে গোল পরিশোধ করে সাইফ স্পোর্টিং। শাহেদুল আলম শাহেদের কর্নারে দৌঁড়ে এসে ডান পায়ের শটে গোল করেন নাইজেরিয়ান ডিফেন্ডার এমানুয়েল আরিওচুকা।
মিনিট চারেক পর ব্যবধান বাড়ান সাইফের নাইজেরিয়ান ফরোয়ার্ড ইকেচুকো এনগোকে। মোহামেডানের তিন ডিফেন্ডার মুনজির, আতিকুজ্জামান এবং হাবিবুর রহমান সোহাগের দুর্বলতায় সাইফের এক খেলোয়াড়ের উড়ন্ত দুর্বল শট এই ত্রয়ীর মাঝখান দিয়ে মোহামেডানের বক্সে ঢুকে পড়েন।
দৌড়ে এগিয়ে সেই বলে ডান পায়ের প্লেসিং শটে গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ইকেচুকো এনগোকে । ম্যাচের ৪৩ মিনিটে সমতায় ফেরে মোহামেডান। সজীবের ছোট পাসে বল নিয়ে দিয়াবাতে ঢুকে পড়েন সাইফের রক্ষণভাগে।
সাইফের কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বল দেন জাফর ইকবালকে। তার নেওয়া শট সাইফ গোলকিপার পায়ে লেগে বাইরে চলে যায়। কর্নার পায় মোহামেডান। কর্ণার থেকে গোল পরিশোধ করে সাদা-কালো জাসিধারীরা।
শাহেদ মিয়ার কর্ণারে লাফিয়ে ওঠে সুলেমান দিয়াবাতের হেড সাইফের জাল খুঁজে নেয়। নির্ধারিত ৯০ মিনিটে আরও কোন দল গোল না পাওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও নিষ্ফল ম্যাচ। অবশেষে সাডেন ডেথেই নিষ্পত্তি হয় ম্যাচের।
এজেড/ এমএইচ