ধোনি না থাকাতেই ভারতীয় স্পিনারদের দুর্দশা!
ছবি : সংগৃহীত
যখন খেলেছেন, সবসময়ই ক্রিকেট দুনিয়ায় আলোচনায় ছিলেন মহেন্দ্র সিং ধোনি। অবসরের পরও ভারতের সাবেক এই অধিনায়ককে নিয়ে আলোচনার কমতি নেই। ধোনির অভাব কতটা বোধ করছে ভারতীয় ক্রিকেট দল সেই প্রসঙ্গ আসছে প্রায়ই।
তবে এর মধ্যেই কিরণ মোরে তুলে এনেছেন আলাদা একটি বিষয়। ধোনি না থাকাতেই ভারতের স্পিনাররা আগের মতো পারফর্ম করতে পারছেন না বলে মনে করেন ভারতের সাবেক এই প্রধান নির্বাচক।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘ধোনির সময়, সে ক্রমগাত স্পিনারদের নানা পরামর্শ দিয়ে যেত। লাইন-লেংথ, ব্যাটসম্যানের দুর্বলতা, সবকিছু নিয়ে। বেশির ভাগই হিন্দিতে। এখন উইকেটের পেছনে ধোনি নেই, ভারতীয় স্পিনাররা ধুঁকছে। খেয়াল করে দেখুন, কুলদিপ বা জাদেজারা আগের মতো নেই।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ধুঁকেছেন ভারতীয় স্পিনাররা। অজিদের বিপক্ষে দুই ওয়ানডেতে মাঠে নেমে এক উইকেট নিয়ে ৭১ ও ৮৯ রান দিয়েছেন যুজবেন্দ্র চাহাল।দুই ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে রবীন্দ্র জাদেজাও পেয়েছেন মাত্র এক উইকেট।
বিজ্ঞাপন
ভারতীয় স্পিনারদের এমন দুর্দশার পেছনে উইকেট রক্ষক ধোনির না থাকাকেও কারণ হিসেবে দেখছেন মোরে। তার মতো আরেকজনকে খুঁজে পাওয়াটাও বেশ কঠিন হবে বলে মনে করেন ভারতের সাবেক উইকেটরক্ষক মোরে।
তিনি বলেন, ‘ধোনি ১০-১২ বছর ধরে এটা করে গেছে। আরেকজন ধোনি খুঁজে পাওয়া কঠিন হবে। এখন দেখুন, পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো আরও দেশ কিপারকে অধিনায়ক করার চেষ্টা করেছে ও করছে। কারণ স্টাম্পের পেছন থেকে, মাঠের সেরা পজিশন থেকে ম্যাচের অবস্থা পড়তে পারার সুবিধা তাদের আছে।’
এমএইচ