নাঈমে দিশেহারা সাকিব, খুলনার লক্ষ্য ১৮০
ছবি : বিসিবি
প্রথম ওভারে মাশরাফি বিন মুর্তজা দিলেন মাত্র তিন রান। দ্বিতীয় ওভারে এলেন সাকিব আল হাসান। তাকে যেন পেয়েই বসলেন তরুণ ওপেনার নাঈম শেখ। টবি রেডফোর্ডের ছোঁয়ায় বদলে যাওয়া নাঈম হাঁকালেন চার ছক্কা, ওভার থেকে নিলেন ২৬ রান।
শেষদিকে প্রায় নাঈমের ঘটনার পুনরাবৃত্তি করলেন আকবর আলী। নাজমুল ইসলাম অপুর করা ১৫তম ওভারে হাঁকালেন চার ছক্কা। মাঝখানে ফিফটি করলেন সাব্বির রহমান। জেমকন খুলনার সামনে ১৮০ রানের বড় লক্ষ্য দিলো বেক্সিমকো ঢাকা।
বিজ্ঞাপন
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল খুলনা। আগে ব্যাট করার সুযোগ পেয়ে সেটাকে ভালোভাবেই কাজে লাগায় ঢাকা। সাকিবকে হাঁকানো চার ছক্কাসহ সর্বমোট পাঁচটি ছক্কা হাঁকান নাঈম। ১৭ বল থেকে ৩৬ রান করে আউট হন শহিদুলের বলে।
ব্যাটিং পজিশন বদলে ইনিংস উদ্বোধনে আসা সাব্বির রহমানের ব্যাটে রানের দেখা মিলে বহুদিন পর। ৫ চার ও ৩ ছক্কায় ৩৮ বলে ৫৬ রান করেন তিনি।
বিজ্ঞাপন
৪ ছক্কা ও ১ চারে ১৪ বলে ৩১ রান করেন আকবর আলী। তাদের বিদায়ের পর আর কেউ ইনিংস এগিয়ে নিতে পারেননি সেভাবে। তাই নির্ধারিত ২০ ওভারে ১৭৯ রানে থামে ঢাকার ইনিংস। খুলনার পক্ষে ৪ ওভারে ২৬ রান দিয়ে এক উইকেট পান মাশরাফি বিন মুর্তজা।
এমএইচ