ফাইল ছবি

রিয়াল মাদ্রিদ তাদের অধিনায়ক সার্জিও রামোসকে নিয়ে চুক্তি নবায়নের আলোচনায় বসতে চেয়েছিল। কিন্তু রিয়াল অধিনায়ক তা প্রত্যাখ্যান করে দিয়েছেন। স্প্যানিশ সংবাদ মাধ্যমে গুঞ্জন, মরিসিও পচেত্তিনোর পিএসজি রামোসকে পেতে আগ্রহ দেখিয়েছে, জানিয়েছে সেখানে তার সঙ্গে যাবেন লিওনেল মেসিও!

আসছে গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ রামোসের। তার আগে স্প্যানিশ পরাশক্তিরা নতুন চুক্তিতে আবদ্ধ করতে চেয়েছিল রিয়াল। নতুন চুক্তি অনুসারে বর্তমান চুক্তির সমান ১২ মিলিয়ন ইউরোই আয় হতো রামোসের। করোনাকালে রিয়ালের সব খেলোয়াড়-কর্মকর্তাদের ১০ শতাংশ কমানো বেতনও প্রযোজ্য হতো তখন। তবে স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা জানাচ্ছে, রিয়ালের সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রামোস।

রিয়াল মাদ্রিদ ৩০ বছরের বেশি বয়সী খেলোয়াড়দের ক্ষেত্রে প্রতি বছর ধরে ধরে চুক্তি করার নীতিতে বিশ্বাসী। আর রামোস-পক্ষ চায় বড় সময়ের জন্যে চুক্তি। এখানেই বনিবনতা হয়নি দুই পক্ষের, অভিমত স্প্যানিশ সংবাদ মাধ্যমের।

রিয়াল মাদ্রিদ অবশ্য ব্যাপারটা আগ থেকেই আন্দাজ করতে পেরেছিল। রামোসের প্রত্যাখ্যান মেনেও নিয়েছে ক্লাবটি। আর তাই তাদের চোখ এখন বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার ডেভিড আলাবায়। 

আর স্প্যানিশ সংবাদ মাধ্যমে গুঞ্জন, রামোসের পরের গন্তব্য হতে যাচ্ছে পিএসজি। ফরাসি পরাশক্তিরা ইতোমধ্যেই নাকি তাকে চুক্তির প্রস্তাব দিয়েছে। সঙ্গে আছে বার্সা অধিনায়ক মেসির সঙ্গে খেলানোর প্রস্তাবও।

আসছে গ্রীষ্মে রামোসের মতো মেসিরও চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে ক্লাবের সঙ্গে। জানুয়ারি থেকে যে কোনো ক্লাবের সঙ্গে আলোচনায় বসতেও বাঁধা নেই ছয়বারের ব্যালন ডি’অর বিজয়ীর।

স্প্যানিশ সংবাদ মাধ্যমের এ গুঞ্জনে আগুন ঢেলেছে পিএসজির নতুন কোচ মরিসিও পচেত্তিনোর মন্তব্য। যেখানে তিনি বলেছেন, বিশ্বমানের সব খেলোয়াড়ের জন্যেই তার ক্লাবের দুয়ার সর্বদা খোলা।

দিনদুয়েক আগেই থমাস টুখেলের ফেলে যাওয়া কোচের পদটিতে বসেছেন পচেত্তিনো। প্রথম সংবাদ সম্মেলনেই মেসি-রামোসদের ক্লাবে যোগ দেয়ার গুঞ্জনের ব্যাপারে প্রশ্ন শুনতে হয় তাকে। জবাবে তিনি বলেন, ‘পিএসজিতে এটাই আমার প্রথম সংবাদ সম্মেলন। গুঞ্জনগুলো এক পাশে রাখি আপাতত। তবে বিশ্বের যে কোনো মহান খেলোয়াড়দের জন্য পিএসজির দরজা সবসময় খোলা।’

পচেত্তিনো গুঞ্জন এক পাশে রাখার কথা বললেও, তার মন্তব্য যে গুঞ্জন উসকে দিয়েছে আরও তা বলাই বাহুল্য!

এনইউ