ফাইল ছবি

বাংলাদেশ সাঁতার ফেডারেশনে আবারও সাধারণ সম্পাদক হচ্ছেন এম.বি সাইফ (মোল্লা)। সাতার ফেডারেশনে আসন্ন নির্বাচনে কোনো পদেই বিপরীতে একাধিক মনোনয়নপত্র জমা পড়েনি। ফলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
 
সোমবার ছিল মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন। এমবি সাইফ তার পুরো প্যানেলের মনোনয়নপত্র জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে জমা দিয়েছেন নির্ধারিত সময় বিকেল চারটার আগে।
 
সোয়া চারটার দিকে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাতারু লায়লা নূর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে আসেন। নির্ধারিত সময়ের পরে আসায় তার মনোনয়নপত্র গ্রহণ করেনি নির্বাচন কমিশন। লায়লা নূর এতে ক্ষোভ প্রকাশ করেন। 

সাঁতার ফেডারেশনের নির্বাচনে রিটার্নিং অফিসার কবিরুল হাসান বলেন, ‘আমরা চারটার আগে যাদের মনোনয়নপত্র পেয়েছি, তাদের মনোনয়ন গ্রহণ করেছি। চারটার পর আমরা মনোনয়ন গ্রহণ করতে পারি না।’

নির্বাচনী তফসিল অনুযায়ী ২৪ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ২৪ জানুয়ারিই আনুষ্ঠানিকভাবে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন। ২৮ জানুয়ারি ভোটের প্রয়োজন হবে না।
 
সাঁতার ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি ২৫ জনের। সভাপতি সরকার কতৃক মনোনীত। বাকি ২৪ জন নির্বাচিত। গত কমিটির উল্লেখযোগ্যদের মধ্যে বাদ পড়েছেন রফিজ উদ্দিন রফিজ। যিনি গত কমিটির সহ-সভাপতি ছিলেন ও এর আগের কমিটির সাধারণ সম্পাদক। 

তাকে প্যানেলে না রাখা সম্পর্কে সাধারণ সম্পাদক এমবি সাইফ বলেন, ‘রফিজ ভাই গাজীপুর থেকে কাউন্সিলর হতে পারেননি। সর্বশেষ দুই জাতীয় চ্যাম্পিয়নশিপে গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা অংশগ্রহণ না করায় কাউন্সিলরশিপ পায়নি গাজীপুর।’

সাঁতার ফেডারেশন কমিটি :

সহ-সভাপতি : গোলাম মোহাম্মদ আলমগীর, তরফদার রুহুল আমিন, আবদুল হামিদ, সোলায়মান বিশ^াস  
সাধারণ সম্পাদক : এমবি সাইফ
যুগ্ম সম্পাদক : মো সেলিম মিয়া , আমিরুল ইসলাম
কোষাধ্যক্ষ : মোঃ রেজাউল হোসেন বাদশা
সদস্য : একেএম হাসান ফিরোজ ,জি এম রেজাউল হাসান, মুরশীদ আবেদীন, তপন চন্দ, আসলাম মোরশেদ, আনজুমান আরা বেগম, নিবেদিতা দাস, সিরাজুল ইসলাম, মাহমুদা শরীফ,এইচ আর খান পাঠান সাখি, সৈয়দ সালেহ আহম্মদ, মোখলেসুর রহমান হাওলাদার, মনিরুজ্জামান, একেএম ফারুক, আবুল হাশেম ও তরিকুল ইসলাম। 

এজেড/এটি