তামিমদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত
প্রায় দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। করোনা পরবর্তী যুগে খেলতে নেমে প্রথম ম্যাচেই দল তুলে নিয়েছে অনায়াস জয়। মিরপুরের শেরেবাংলায় বুধবার ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। এ জয়ে আইসিসি ওয়ানডে লিগে শুভসূচনা করল বাংলাদেশ।
জয়ের আনন্দ ছুঁয়েছে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। উইন্ডিজের বিপক্ষে জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
দিবা-রাত্রির ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে কোণঠাসা উইন্ডিজ থামে মাত্র ১২২ রানে। ৭ ওভার ২ বলে ৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি।
তারপর ৩৩ ওভারে ৫ বলেই জয়ের দেখা পায় তামিম ইকবালের দল। শুক্রবার মিরপুরেই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে। এ ম্যাচ জিতলেই সিরিজের জয় নিশ্চিত টাইগারদের।
বিজ্ঞাপন
এমএইচ/এটি