তবুও আক্ষেপ সাকিবের
ছবি : বিসিবি
প্রায় ১৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন। ফিরেই আপন আলোয় উজ্জ্বল সাকিব আল হাসান। বল হাতে দুর্দান্ত করার পর ব্যাট হাতেও বেশ স্বাচ্ছন্দ্য ছিলেন ওয়ানডেতে বিশ্বসেরা এই অলরাউন্ডার। ম্যাচ জেতানো পারফরম্যান্সের পরও আক্ষেপ থেকে গেছে সাকিবের।
বল হাতে ৭ ওভার ২ বলে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট নেন সাকিব। ওভার প্রতি রান দেন মাত্র ১.০৯ গড়ে। বাংলাদেশের পক্ষে দুইয়ের অধিক উইকেট নিয়ে এটিই সর্বনিম্ন ইকোনমির রেকর্ড।
বিজ্ঞাপন
ব্যাটসম্যানদের জন্য মরণ ফাঁদ পিচেও ১ চারে ৪৩ বলে ১৯ রান করেন সাকিব। তবে ম্যাচ জিতিয়ে ফিরতে পারেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয় উইকেটের জয়ের পরও এটিই আক্ষেপ সাকিবের।
ম্যাচশেষে তিনি বলেন, ‘সত্যি বলতে আমি যে ঘরোয়া খেলাগুলো খেলেছি সেগুলো ওভাবে বিবেচনায় নেই না। হয়তো ড্রেসিং রুমের বাইরে মানুষেরা এসব নিয়ে ভাবে, আমি ভাবি না। আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ ম্যাচ, আমি ভালো ব্যাট করেছি। হ্যাঁ আমি আউট হয়েছি, খেলা শেষ করে আসা যেত। সেটা পরের ম্যাচে চেষ্টা করবো।’
বিজ্ঞাপন
বল হাতে সফল হওয়ার মূল মন্ত্র কী ছিল? সাকিব জানালেন ঠিক জায়গাতে বল করেই সফল হয়েছেন তিনি, ‘আমার নজর ছিল ঠিক জায়গায় বল করা। এবং এরপর পিচ ও বলকে কাজ করত দেওয়া, আর সেটাই হয়েছে।’
দীর্ঘদিন পর বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ অবশ্যই সবাই দশ মাস পর খেলছে। সবাই কিছুটা নার্ভাস ছিল ম্যাচ শুরুর আগে। কিন্তু আমার মনে হয় এটা শেষ এখানেই। পরের ম্যাচে আরও ভালো খেলা হবে।’
শুক্রবার মিরপুরেই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে। এ ম্যাচ জিতলেই সিরিজের জয় নিশ্চিত তামিম ইকবালদের।
এমএইচ/এটি