শেখ রাসেল আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার হোটেল লা মেরিডিয়ানের অনুষ্ঠিত হয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। 

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও বাংলাদেশ দাবা ফেডারেশন ও সাউথ এশিয়ান চেস কাউন্সিলের সভাপতি ড. বেনজীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডরেশনের সহ সভাপতি ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন প্রমুখ। 

প্রধান অতিথি টিপু মুনশি বলেন, এত বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন বাংলাদেশের জন্য দারুণ গর্বের বিষয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এগিয়ে যাবে। ক্রীড়া এখন বড় বাণিজ্য মাধ্যম। বাংলাদেশের দাবা বাণিজ্য হিসেবে এখনো দাঁড়াতে পারেনি। বাণিজ্যের জন্য প্রয়োজন বিনিয়োগ। বাংলাদেশের দাবায় রয়েছে আর্থিক সংকট। 

৯ খেলায় ৭ পয়েন্ট অর্জনকারী প্রতিযোগিতার চ্যাম্পিয়ন পোল্যান্ডের গ্র্যান্ড মাস্টার মিখাইল ক্রাসেনকভ ১০ হাজার ডলার, রানারআপ ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার ভিটালি বারনাডস্কি ৭ হাজার ডলার, তৃতীয় ভারতের গ্র্যান্ড মাস্টার শ্রীনাথ নারায়ণান পাঁচ হাজার ডলার, চতুর্থ ভারতের আন্তর্জাতিক মাস্টার মিত্রভা গুহ ৩ হাজার ডলার, পঞ্চম ভারতের গ্র্যান্ড শ্যাম সুন্দর মহাজন ২ হাজার ডলার, ষষ্ঠ ইরানের আন্তর্জাতিক মাস্টার মৌসাভী সৈয়দ খলিল ২ হাজার ডলার, সপ্তম আজারবাইজানের গ্র্যান্ড মাস্টার রাসুলভ ভুগার ২ হাজার ডলার, ইরানের গ্র্যান্ড মাস্টার সোদাদেগপৌর মাসউদ ২ হাজার ডলার পুরস্কার পান। 

এ প্রতিযোগিতা থেকে তিন খেলোয়াড় একটি করে গ্র্যান্ড মাস্টারের নর্ম এবং একজন খেলোয়াড় একটি আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করেন। ইরানের আন্তর্জাতিক মাস্টার মৌসাভী সৈয়দ খলিল, ভারতের আন্তর্জাতিক মাস্টার মিত্রভা গুহ ও ভারতের আন্তর্জাতিক মাস্টার কোস্তভ চক্রবর্তী একটি করে গ্র্যান্ড মাস্টারের নর্ম এবং ভি প্রনভ একটি আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করেন।

গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ছয় পয়েন্ট পেয়ে বাংলাদেশের খেলোয়াড়দের প্রথম হয়ে তিন হাজার ডলার। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন দুই হাজার ডলার, তৃতীয় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান এক হাজার ডলার, চতুর্থ মাস্টার চঞ্চল কুমার ঘোষ, পঞ্চম আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ষষ্ঠ ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, সপ্তম ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ও অষ্টম আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল প্রত্যেকে ৫০০ ডলার করে অর্থ পুরস্কার পান। 

বাংলাদেশের নারী দাবাড়ুদের মধ্যে হিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম প্রথম পুরস্কার ৫০০ ডলার, নুশরাত জাহান আলো ৩০০ ডলার এবং ওয়াদিফা আহমেদ তৃতীয় পুরস্কার অর্জন করেন। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে অ-২০ প্রথম পুরস্কার ৫০০ ডলার পুরস্কার পান ক্যান্ডিডেট মাস্টার নাইম হক, দ্বিতীয় ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৩০০ ডলার ও সাকলাইন মোস্তফা সাজিদ ১০০ ডলার অর্থ পুরস্কার লাভ করেন। 

৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ ইভেন্টে ১৮টি দেশের ৩২ জন গ্র্যান্ড মাস্টার, ১ জন নারী গ্র্যান্ড মাস্টার, ২০ জন আন্তর্জাতিক মাস্টার ও ৩ জন নারী আন্তর্জাতিক মাস্টারসহ ১০২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতার বিজয়ীদের নগদ ৫০০ হাজার ৩০০ ডলার অর্থ পুরস্কার দেওয়া হয়।

এজেড/এনইউ/এসকেডি