বাংলাদেশ ক্রিকেটের সময়টা ভালো যাচ্ছে না অনেকদিন ধরে। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদরা। বাংলাদেশ ক্রিকেটে এখন নতুন শুরুর হাতছানি, তবে সেটা ছেলেদের ক্রিকেট নয়। আগামী ২১ নভেম্বর জিম্বাবুয়েতে শুরুর হতে যাচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। যেখানে লাল-সবুজের প্রতিনিধিত্ব করবেন সালমা খাতুন-জাহানারা আলমরা। 

আগামী বছর অস্ট্রেলিয়াতে শুরু হতে যাচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মূল পর্বে খেলতে হলে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বাছাইপর্ব টপকাতে হবে। ২০২২ সালের মার্চ-এপ্রিল এর দিকে শুরু হবে নারীদের বিশ্বকাপ আসরের সপ্তম আসরটি। বাছাইপর্বে ১০টি দল খেলবে দুটি গ্রুপে বিভক্ত হয়ে। যেখানে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বাঘিনীরা।

গ্রুপ বি থেকে বাংলাদেশ খেলবে পাকিস্তান, থাইল্যান্ড, আমেরিকা, জিম্বাবুয়ের সঙ্গে। গ্রুপ এ-তে রয়েছে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, পাপুয়া নিউ গিনি, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। সুপার সিক্সয়ের শীর্ষ তিন দল খেলবে বিশ্বকাপে। সরাসরি বিশ্বকাপে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত।

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ গুলো জিম্বাবুয়ের ৪টি মাঠে অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কা এই আসরের বাছাইপর্ব ও মূলপর্বের আয়োজক ছিল। কিন্তু করোনা মহামারীর ফলে তা আর হয়নি এবং গোটা বিশ্বকাপই পিছিয়ে যায়। 

এমএফ