ফের ক্রীড়াবিদদের আর্থিক সহায়তা
ছবি : সংগৃহীত
করোনায় ক্ষতিগ্রস্ত এক হাজার ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধিবৃন্দের হাতে ৭০ লাখ টাকার চেক দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। সরকারের ধারাবাহিক সহযোগিতার অংশ হিসেবে করোনায় ক্ষতিগ্রস্ত আরও এক হাজার ক্রীড়াবিদকে ৭ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে ।
মঙ্গলবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তায়কোয়ান্দো , দাবা, শ্যুটিং , অ্যাথলেটিক্স, ভারত্তোলন, টেবিল টেনিস ,খো খো ,সাতার,সাইক্লিং ও শরীর গঠন ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই দশ ডিসিপ্লনের ১০০ জন করে ক্রীড়াবিদ এই সহায়তা পাচ্ছেন।
বিজ্ঞাপন
চেক প্রদান কালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা দুর্যোগের শুরু থেকেই আমরা আমাদের ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠকদের মানবিক সহায়তা করার চেষ্টা করে আসছি। প্রথম পর্যায়ে আমরা বিভিন্ন ফেডারেশনের মাধ্যমে এক হাজার ক্রীড়াবিদকে এক কোটি টাকা দিয়েছি। আমরা বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, ক্রীড়াবিদ ও ক্রীড়া সাংবাদিক সংগঠনের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও বিতরণ করেছি।
এছাড়াও দেশের তৃণমূল পর্যায়ে অসহায় হয়ে পড়া ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের সহায়তা করার লক্ষ্যে আমরা ৮ টি বিভাগীয় ও ৬৪ টি জেলা ক্রীড়া সংস্থাকে প্রায় সোয়া দুই কোটি টাকার চেক বিতরণ করেছি। আমরা ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদেরও আর্থিক সহায়তা করেছি। আজ তৃতীয় ধাপে আমরা এক হাজার ক্রীড়াবিদ আরও ৭০ লাখ টাকা প্রদান করছি।’
বিজ্ঞাপন
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের উদ্যোগে দেশব্যাপী অসহায় ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, রেফারি, কোচসহ অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বকে সহায়তা করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্প্রতি ৩ কোটি টাকা বরাদ্দ প্রদান করে।
এজেড /এটি/এমএইচ