বাংলাদেশ ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়ান কোচ শন ম্যাকডারমটকে নিজেদের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। আজ শনিবার রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

৪১ বছর বয়সী এই কোচের সঙ্গে আগেও সম্পর্ক ছিল বাংলাদেশ ক্রিকেটের। অস্ট্রেলিয়ান এই কোচ আগে বিসিবির জাতীয় একাডেমির প্রধান কোচ, জাতীয় দলের ফিল্ডিং কোচ, হাই পারফর্ম্যান্স ফিটনেস কোঅর্ডিনেটর হিসেবে ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত কাজ করেছেন।

নতুন চুক্তি অনুসারে তিনি দলের সঙ্গে থাকবেন আগামী বছর নভেম্বরে অনুষ্ঠেয় ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত। চলতি সপ্তাহেই ঢাকায় আসবেন তিনি। এসে তিনি দক্ষিণ আফ্রিকা সফরকারী দলের সঙ্গে যোগ দেবেন।

ম্যাকডারমটের দুই দশক দীর্ঘ কোচিং অভিজ্ঞতা আছে। শ্রীলঙ্কা দলের ফিল্ডিং কোচ, শ্রীলঙ্কা এ দলের প্রধান কোচ ছিলেন তিনি। অস্ট্রেলিয়া দলের হয়েও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন; তার ঝুলিতে আছে অস্ট্রেলিয়া জাতীয় দলের কোচিং করানোর অভিজ্ঞতাও, যদিও তা অন্তর্বর্তীকালীন। এছাড়াও অস্ট্রেলিয়ার স্থানীয় ক্রিকেটে পশ্চিম অস্ট্রেলিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়া, ন্যাশনাল টেরিটরি, ও ক্রিকেট তাসমানিয়ার সঙ্গে কাজ করেছেন তিনি।

এনইউ