রাহানের স্ট্যাম্প ছত্রখান, উড়ছেন অ্যান্ডারসন। ছবিটা চেন্নাই টেস্টে ভারত-ইংল্যান্ডের প্রতীকী চিত্রও/ছবি: ক্রিকইনফো

ইংল্যান্ড ৫৭৮ ও ১৭৮ (অশ্বিন ৬-৬১)
ভারত ৩৩৭ ও ১৯২ (কোহলি ৭২; লিচ ৪-৭৬, অ্যান্ডারসন ৩-১৭)
ফল: ইংল্যান্ড ২২৭ রানে জয়ী।
ম্যাচসেরা: জো রুট।

নিজেদের মাঠে টেস্ট হারছে ভারত। শেষ দশ বছরে দৃশ্যটা নিয়মিত দেখা যায়নি। সে ‘প্রায়-বিরল’ টেস্ট হারের বিস্বাদটা আবারও দিয়েছে ইংল্যান্ড। চেন্নাই টেস্টের শেষ দিনে জ্যাক লিচ আর জেমস অ্যান্ডারসনের বোলিং তোপে বিরাট কোহলির দলকে সফরকারীরা হারিয়েছে ২২৭ রানের বিশাল ব্যবধানে।

৪১৮ রানের লক্ষ্যে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামা ভারত চতুর্থ দিন বিকেলেই হারিয়েছিল রোহিত শর্মাকে। তবে পঞ্চম দিনে ভারতের পক্ষে ছিল অনেক কিছুই। ঘরের মাঠ, তার উপর মাত্রই অস্ট্রেলিয়া থেকে নিয়ে ফেরা টানা দুই ম্যাচে পঞ্চম দিনে বীরত্বের স্মৃতি তো এখনো টাটকা!

আড়াল থেকে হয়তো তখন মুচকি হাসছিলেন লিচ আর অ্যান্ডারসন। লিচের বেরিয়ে যেতে থাকা বল চেতেশ্বর পুজারার ব্যাট ছুঁয়ে তালুবন্দি হলো বেন স্টোকসের, ভারত ইনিংসে ধ্বসের সেই শুরু। মাঝে শুবমান গিল অবশ্য প্রতি-আক্রমণে তুলে নেয়া এক অর্ধশতকে ইঙ্গিত দিচ্ছিলেন দারুণ কিছুর। কিন্তু অ্যান্ডারসন-ভেল্কি যে তখনো বাকি! 

গিলের ব্যাটে যে আশা দেখতে শুরু করেছিল ভারত, সব শেষ হয়েছে মধ্যাহ্ন বিরতির একটু আগে। জেমস অ্যান্ডারসন প্রথমে উপড়ে ফেললেন গিলের স্ট্যাম্প, ভারতের সম্ভাবনাটাও সম্ভবত উপড়ে পড়লো তখনই। ঠিক দুই বল পর আবারও জিমির আঘাত, এবার তার শিকার ভারতের অস্ট্রেলিয়া জয়ের সর্বাধিনায়ক অজিঙ্কা রাহানে। অস্ট্রেলিয়ায় দলটির আরেক নায়ক রিশভ পান্ট এরপর কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তবে অ্যান্ডারসনের শিকার হয়ে সেটাও শেষ হয়েছে চার ওভার পর। ওয়াশিংটন সুন্দর এরপর হয়েছেন লিচের শিকার।

১১৭ রানে ছয় উইকেট হারানো ভারতকে তখন চোখ রাঙাচ্ছে লজ্জার হার। পিচের অপর প্রান্তে সতীর্থদের অসহায় আত্মসমর্পন দেখা অধিনায়ক কোহলি অবশ্য লড়ে গেছেন। প্রথমে রবিচন্দ্রন অশ্বিনকে সঙ্গে নিয়ে, এরপর অভিষিক্ত শাহবাজ নাদিমকে নিয়ে খেলে গেছেন আরও ওভার বিশেক। তবে তাতে কেবল একটা সেশন বাড়তি খেলতে হয়েছে দুই দলকে, এই যা!

কোহলির প্রতিরোধ ভেঙেছে স্টোকসের আঘাতে, এর আগেই অশ্বিন ফিরে গেছেন লিচের তোপে পড়ে। যশপ্রিত বুমরাহকে তুলে নিয়ে ভারতের লেজ মুড়ে দেয়ার কাজটা জফরা আর্চার সাড়তেই শেষ হয় বহু আগে নিশ্চিত হয়ে যাওয়া ইংল্যান্ডের জয়ের আনুষ্ঠানিকতা। ২২৭ রানের দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। সিরিজের দ্বিতীয় টেস্টে এই চেন্নাইতেই আগামী ১৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই দল।

চেন্নাই টেস্টের আগে নিজেদের মাঠে ভারত শেষ দশ বছরে খেলেছে ৪৪টি টেস্ট। তাতে হার মোটে তিনটি। শেষ চার বছরে নিজেদের মাঠে হারের বিস্বাদটা কেমন তা ভুলেই গিয়েছিল কোহলির দল। চেন্নাইয়ে টানা ১৪ টেস্টে অপরাজিত থাকার সুখস্মৃতি নিয়ে এসেছিল ভারত। সেই ভারত হারল ‘হোম’ টেস্টে, এ হার বিরল নয়তো কী?

এনইউ/এটি