সাকিবের বদলি সুরক্ষা বলয়ের বাইরে থাকা সৌম্য
ছবি: সংগৃহীত
চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না সাকিব আল হাসান। তার বদলি হিসেবে সুরক্ষা বলয়ের বাইরে থাকা সৌম্য সরকারকে ডেকে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড!
প্রথম টেস্টের দ্বিতীয় দিন বিকালে উরুর পেশিতে চোট পান সাকিব। এরপর থেকে চোটের কারণে ছিলেন মাঠের বাইরে। শেষ দিনে কাইল মেয়ার্স আর এনক্রুমাহ বোনারের জুটির কাছে যখন একটু একটু করে ফিকে হচ্ছে জয়ের আশা, তখনো মাঠে নামতে পারেননি সাকিব। দ্বিতীয় টেস্টে যে খেলছেন না তা বোঝা যাচ্ছিল তখনই। সেটা নিশ্চিত হয় সোমবার দুপুরে।
বিজ্ঞাপন
তবে তখন শোনা যাচ্ছিল করোনার কারণে জৈব সুরক্ষা বলয়ের বাইরে থেকে কাউকে নেয়া হবে না নতুন করে। তবে সে ধারণাকে ভুল প্রমাণ করে মঙ্গলবার রাতে সাকিবের বদলি হিসেবে সৌম্য সরকারের নাম ঘোষণা করে বোর্ড।
মঙ্গলবার অনুশীলনে না থাকলেও আগামীকাল বুধবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আগামী বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও উইন্ডিজ।
বিজ্ঞাপন
এনইউ