মোহামেডানের নির্বাচনী তফসিল ঘোষণা কাল
ছবি: সংগৃহীত
দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের নির্বাচন নেই অনেক দিন। আগামীকাল বুধবার দুপুরে আসন্ন নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। প্রধান নির্বাচন এবিএম রিয়াজুল কবির কাউসার আগামীকাল দুপুরে ক্লাব প্রাঙ্গনে নির্বাচনী তফসিল ঘোষণা করবেন।
২৭ ফেব্রুয়ারি নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঠিক থাকলেও নির্বাচনের সাংগঠনিক কাজের জন্য তা এক সপ্তাহ পেছাচ্ছে। মোহামেডানের স্থায়ী সদস্য ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি বলেন, ‘আমরা জেনেছি নির্বাচনের নতুন তারিখ ৬ মার্চ। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে খুব শীঘ্রই অবহিত করবে।’
বিজ্ঞাপন
মোহামেডানের নির্বাচনে বৈধ ভোটার সংখ্যা নিয়ে এখনো শঙ্কায় স্থায়ী সদস্য ফজলুর রহমান বাবুল, ‘আমাদের বৈধ ভোটার সংখ্যা ২১৩। শোনা যাচ্ছে এটি নাকি তিনশ অতিক্রম করেছে এবার। কিন্তু পরিচালনা পর্ষদ ও এজিএমে নতুন সদস্য পদ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে আমরা জানি।’
মোহামেডান ক্লাবে নির্বাচন নেই দীর্ঘদিন। ২০১১ সালে লিমিটেড কোম্পানি হওয়ার পর দুই বছরের পরিচালনা পর্ষদ ২০১৩ সালে মেয়াদ উত্তীর্ণ হয়। এরপর থেকে সেই মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই চলছে মোহামেডান।
বিজ্ঞাপন
ক্যাসিনো কান্ডে ঝড় আসে ঐতিহ্যবাহী এই ক্লাবের উপর। ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূইয়া ক্লাবে ক্যাসিনো বসানোর জন্য আদালতে মামলার আসামী হন। ক্লাবের অর্ন্তবর্তীকালীন সভাপতি হিসেবে অ্যাডভোকেট এমএ আমিনউদ্দিনকে দায়িত্ব দেয় হাইকোর্ট। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব ন্যস্ত হয় তার উপর। করোনার জন্য দুই বার নির্বাচনের তারিখ ঘোষণা করেও নির্বাচন আয়োজন করতে পারেনি নির্বাচন কমিশন।
এজেড/এনইউ