ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা ফেব্রুয়ারিতেই
ফাইল ছবি
করোনার স্থবিরতা শেষ করে ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরার আভাস মিলছে অবশেষে। চলতি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হবে খেলোয়াড়দের ফিটনেস যাচাই। এরপরই তোড়জোড় শুরু হবে ক্রিকেট মাঠে ফেরানোর।
করোনাকালে সব ধরণের ক্রিকেটই চলে গিয়েছিল হিমাগারে। সে স্থবিরতা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে মাঠে। এর আগে দুটো অনিয়মিত টুর্নামেন্ট হলেও বিসিএল, এনসিএলের মতো নিয়মিত টুর্নামেন্টের অপেক্ষা এখনো শেষ হয়নি। খেলোয়াড়দের একটা বড় সংখ্যাকে জৈব-সুরক্ষা বলয়ে রাখার ব্যয়টা আকাশছোঁয়া, তাই সে ভাবনা একপাশেই সরিয়ে রাখতে হয়েছিল বিসিবিকে।
বিজ্ঞাপন
তবে ভ্যাকসিনের আভাস মিলতেই পরিবর্তন এসেছে সে দৃশ্যপটে। জাতীয় দলের ক্রিকেটারদের পর প্রতিষেধক পাবেন যথাক্রমে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্রিকেটাররাও। তাতেই আভাস মিলছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) মাঠে গড়ানোর।
প্রথম শ্রেণির এই ক্রিকেট টুর্নামেন্টের জন্য ক্রিকেটারদের ফিটনেস যাচাই করা হবে চলতি মাসেই, জানা গেছে বিসিবির টুর্নামেন্ট কমিটি থেকে। আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি এ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে ক্রিকেটারদের।
বিজ্ঞাপন
টুর্নামেন্ট কমিটির ব্যবস্থাপক আরিফুল ইসলাম সম্প্রতি সংবাদ মাধ্যমে বলেছেন, ‘এনসিএলের ফিটনেস পরীক্ষার তারিখ দেয়া হয়েছে। তবে টুর্নামেন্ট কবে শুরু হবে, সেটা নির্ভর করছে ক্রিকেটারদের প্রতিষেধক পাওয়ার ওপর।’
সম্প্রতি গণমাধ্যমে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, চলতি মাসের মাঝামাঝিতেই প্রতিষেধক পৌঁছুবে ক্রিকেটারদের কাছে। গেল বছর এনসিএল হয়নি করোনার কবলে পড়ে। এর আগে সর্বশেষ টুর্নামেন্টে বিজয়ীর হাসি হেসেছিল খুলনা বিভাগ।
এনইউ/এমএইচ