ইনজুরিতে জামাল, খেলবেন না পরের ম্যাচ
কলকাতা মোহামেডানের হয়ে অনুশীলনে জামাল। ফাইল ছবি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ইনজুরিতে পড়েছেন। আই লিগে কলকাতা মোহামডোন ৮ ফেব্রুয়ারি গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে ষষ্ঠ ম্যাচ খেলেন। ওই ম্যাচের এক পর্যায়ে কোচ হোসে জেভিয়া জামালকে তুলে নেন।
সোমবারের পর থেকে জামালকে বিশ্রামে রেখেছে কলকাতা মোহামেডান কোচিং স্টাফ। কলকাতা মোহামেডানের মিডিয়া ম্যানেজার অজয় মজুমদার ঢাকা পোস্টকে বলেন, ‘জামালের হ্যামস্ট্রিংয়ে টান পড়েছে। এমআরআই করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ফিজিও সিদ্ধান্ত নেবেন। কোচ তাকে আপাতত বিশ্রামে রেখেছেন।’
১৪ ফেব্রুয়ারি ইন্ডিয়ান অ্যারোর সঙ্গে লিগের সপ্তম ম্যাচ কলকাতা মোহামেডানের। এই ম্যাচে জামাল খেলতে পারবেন না বলে জানিয়েছেন ক্লাবের মিডিয়া ম্যানেজার, ‘জামালকে বাইরে রেখে কোচ এই ম্যাচের পরিকল্পনা করছে। কত দিন বিশ্রামে থাকবেন সেটা নির্ভর করবে পরবর্তী নির্দেশনার ওপর।’
বিজ্ঞাপন
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে জামালের বিষয়টি জেনেছেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘সে আগের ম্যাচ পুরোটা খেলতে পারেনি। আশা করি দ্রুত চোট কাটিয়ে মাঠে ফিরবে। তার ক্লাব তাকে সর্বোচ্চ সহায়তা করছে।’
উল্লেখ্য, ছয় ম্যাচে জামালের কলকাতা মোহামেডানের পয়েন্ট ১০। প্রথম ম্যাচ জয়ের পর টানা চারটি ড্র করেছিল জামালের দল। ষষ্ঠ ম্যাচে এসে জয় পায় ভারতের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাবটি। সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চার্চিল ব্রাদার্স সবার উপরে রয়েছে।
এজেড/এমএইচ
বিজ্ঞাপন