ছবি : বাফুফে

আগে তিনটি ম্যাচে ড্র করলেও জয়ের দেখা পায়নি উত্তর বারিধারা। এবার হোম ভেন্যুতে মুক্তিযোদ্ধার বিপক্ষে আগে গোল করে লিগে প্রথম জয়ের স্বপ্ন দেখছিল তারা। কিন্তু বারিধারার সেই স্বপ্ন ভাঙেন অলরেডদের অধিনায়ক ও জাপানি অ্যাটাকিং মিডফিল্ডার ইউসুকে কাতো। শুক্রবার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের ম্যাচে ১-১ গোলে ড্র করে দল দু’টি। 

ম্যাচের ৪৩ মিনিটে অধিনায়ক সুমন রেজার গোলে এগিয়ে যায় বারিধারা (১-০)। কিন্তু মিনিট পাঁচেক পর মুক্তিযোদ্ধার অধিনায়ক ইউসুকে কাতো গোল করলে ম্যাচে সমতা আসে (১-১)। শেষে ড্র নিয়েই মাঠ ছাড়ে তারা। এই ড্রয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের ১০ নম্বরে বারিধারা। সমান পয়েন্ট নিয়ে পরের স্থানেই মুক্তিযোদ্ধা। 

জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে ও সহকারি স্টুর্য়াট টঙ্গী ভেন্যুতে ম্যাচটি উপভোগ করেছেন। জেমি ম্যাচ সম্পর্কে বলেন,‘ ম্যাচটি বেশ উপভোগ্য হয়েছে। দুই দলের যে কেউ জিততে পারতো।’

এজেড/এটি