লিটন দাস/ছবি: ক্রিকইনফো

মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে চলমান বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের সর্বশেষ খবর জানাচ্ছে ঢাকা পোস্ট

পঞ্চাশের আগেই তিনজনকে ফেরাল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে দ্রুত অলআউট করাটাই ঢাকা টেস্টে এখন লক্ষ্য বাংলাদেশের। সে পথে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে টাইগাররা। ৩৯ রানেই তিন সফরকারী ব্যাটসম্যানকে সাজঘরে ফিরেয়েছে তারা। তাইজুল, মিরাজ, নাঈম তিন স্পিনারই পেয়েছেন একটি করে উইকেট।

অলআউট বাংলাদেশ

প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে বাংলাদেশের টপ অর্ডারদের ছিল হতশ্রী দশা। মুশফিক, লিটন ও মিরাজ তিনজনই ফিফটি তুলে নিলেও ইনিংস বড় করতে পারেননি। আউট হয়েছেন বাজে শটে। শেষ পর্যন্ত বাংলাদেশ থেমেছে ২৯৬ রানে।

আউট লিটন

দলের বেহাল দশা থেকে তুলে এনেছিলেন ভালো অবস্থানে। এগিয়ে নিচ্ছিলেন ভালো সংগ্রহের দিকে। কিন্তু বাজে শটে উইকেট বিলিয়ে আসলেন শেষ পর্যন্ত। প্যাডেল সুইপ করতে গিয়ে ব্যাটের কানায় লাগে তার। সেটা সহজ ক্যাচ হয় স্লিপে দাঁড়িয়ে থাকা ব্ল্যাকউডের জন্য। ৭ চারে ১৩৩ বলে ৭১ রান করে সাজঘরে ফেরত যান তিনি।

পথ দেখাচ্ছেন মিরাজ-লিটন

একটা সময় জেঁকে বসেছিল ফলো-অনে পড়ার শঙ্কা। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের কল্যাণে সেটা থেকে উদ্ধার হয় বাংলাদেশ। দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়েও নিচ্ছেন তারা। চা বিরতির পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছয় উইকেট হারিয়ে ২৭২ রান। লিটন ৬৬ ও মিরাজ ৫৩ রানে অপরাজিত আছেন।

ফলো অন এড়াল বাংলাদেশ

দিনের শুরুতে দ্রুতই মুশফিক আর মিঠুনকে হারিয়ে শঙ্কা জেগেছিল ফলো অনে পড়ার। তবে লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের পঞ্চাশোর্ধ জুটিতে সে শঙ্কা কাটিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ ২১১-৬

বিরতির আগে লিটন-মিরাজের প্রতিরোধ

আগের দিনের ভুলের মিছিলে গা ভাসানো থামেনি। সকালের আশা মিঠুন-মুশফিকও কাটা পড়েছেন ভুলের খড়গে। তবে বিরতির আগে লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের ৭১ বলে ২৬ রানের জুটি বাংলাদেশকে দিচ্ছে কিছুটা নির্ভরতা। তবে ফলো অন এখনো এড়ানো হয়নি, চাই আরও ২৯ রান!

বাংলাদেশ ১৮১-৬

আত্মঘাতী শটে মুশফিকের বিদায়

রাকিম কর্নওয়ালের বলটায় বিশেষ কিছু ছিল না। তাই ভেবে হয়তো, মুশফিক করলেন রিভার্স সুইপ। টাইমিংয়ে গড়বড় হলো। বল গিয়ে জমা পড়লো শর্ট কভারে দাঁড়ানো কাইল মেয়ার্সের হাতে। তাতে বিপদ আরও বাড়লো বাংলাদেশের। ফলো অন এড়াতেই যে চাই আরও ৫২ রান,হাতে আর মোটে চার উইকেট!

বাংলাদেশ ১৫৮-৬

মিঠুনের বিদায়ে চাপে বাংলাদেশ

দ্বিতীয় দিন দ্রুত চার উইকেট হারানোর পর মিঠুন এসেছিলেন যেন ধৈর্যের প্রতিমূর্তি হয়ে। কিন্তু তৃতীয় দিনের শুরুতে যেন মনোযোগে ব্যাঘাত ঘটল। রাকিম কর্নওয়ালের অফস্ট্যাম্পের বাইরে করা বলটায় হলো মিসটাইমিং, ক্যাচ উঠল অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের হাতে। ফলে দিনের শুরুর এক ঘণ্টা স্বস্তি উবে গেল চকিতেই।

বাংলাদেশ ১৪২-৫

মুশফিকের অর্ধশতক

দ্রুত চার উইকেট হারিয়ে দল ছিল দারুণ চাপে। সেখান থেকে দারুণ ধৈর্যের পরিচয় দিয়ে মুশফিক করলেন অর্ধশতক। ৮৯ বল খেলে ৫০ রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।

বাংলাদেশ ১৩৮-৪

মুশফিক-মিঠুনেই আশা বাংলাদেশের

উইন্ডিজের লড়াকু সংগ্রহের পর বাংলাদেশ ইনিংস শুরু করেছিল ওয়ানডে মেজাজে। দ্রুত উইকেটও হারিয়েছে এর খেসারত দিয়ে। তবে চঞ্চল শুরুর পরই যেন মুশফিক-মিঠুনের জুটিটা এলো ইস্পাতকঠিন দৃঢ়তা নিয়ে। প্রায় বিশ ওভার খেলে দু’জনের ৩৫ রানের জুটিতে। তৃতীয় দিনে দুইজনের জুটির দিকেই তাকিয়ে মুমিনুল হকের দল।

বাংলাদেশ ১০৫-৪

এনইউ/এটি