অধিনায়ক মুমিনুলে আস্থা তামিমের
মুমিনুল হক ও তামিম ইকবাল। ছবি : বিসিবি/রতন গোমেজ
প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষেই চাপে বাংলাদেশ। তাতে অধিনায়ক মুমিনুল হককে নিয়েও ফিসফাস হচ্ছে বেশ। তবে এমন মুহূর্তে তামিম ইকবাল ব্যাট ধরলেন টেস্ট অধিনায়কের পক্ষেই। জানালেন, এক্ষেত্রে মুমিনুলই যোগ্যতম ব্যক্তি।
দু’জনেই অধিনায়ক। একজন ওয়ানডের, আরেকজন টেস্টের। একদিনের ক্রিকেটে নিজের কাজটা ঠিকঠাকই করেছিলেন তামিম, দীর্ঘদিন পর খেলতে নেমে খর্বশক্তির উইন্ডিজকে হারাতে কোনো সমস্যাই হয়নি বাংলাদেশের।
তবে বিপত্তিটা বেঁধেছে দীর্ঘ পরিসরের ক্রিকেটে এসে। প্রথম টেস্টের চার দিনে চালকের আসনে থেকেও হার, দ্বিতীয় টেস্টের শুরু থেকেই চোখ রাঙাচ্ছে আরেকটা লজ্জা। এরপর অধিনায়ক মুমিনুল হককে নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কিন্তু এমন কঠিন মূহুর্তে ওয়ানডে অধিনায়ক তামিমকে পাশেই পাচ্ছেন মুমিনুল। তার আস্থা আছে বর্তমান টেস্ট অধিনায়কের ওপরই।
বিজ্ঞাপন
নিজের অবস্থানের পেছনে তামিমের ব্যাখ্যা, ‘টেস্ট অধিনায়কত্ব সহজ কাজ না। ওয়ানডে বলেন, টি-টোয়েন্টি বলেন এটা একটা দিনের খেলা। টেস্ট অধিনায়কত্ব অনেক অনেক কঠিন। কিন্তু ওর যে চিন্তাধারা, ওর যে পরিকল্পনা, ওর যে মনোযোগ, ওর যে ভবিষ্যৎ পরিকল্পনা আর টেস্ট ক্রিকেটকে যেভাবে দেখে।
তিনি আরও বলেন, ‘কারও যদি ফোকাসটা থাকে টেস্ট ক্রিকেট নিয়ে, আমাদের টিমে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এমন কাউকে যদি বলতে হয় মুমিনুল সেখানে উপরের দিকেই থাকবে নিশ্চিতভাবে। আমার কাছে মনে হয়না এখানে এর চাইতে ভালো কেউ আছে যে নেতৃত্ব দিবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মুমিনুলই যোগ্য ব্যক্তি এক্ষেত্রে।’
বিজ্ঞাপন
তবে পরিপক্ব হতে আরও সময় দরকার অধিনায়ক মুমিনুলের, এমন অভিমত তামিমের। তিনি বলেন, ‘যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, সে খুবই তরুণ। সে ভুল করতেই পারে, এটা যে কোন অধিনায়কই করে। আর সে এটা থেকে শিখবে। আমি নিশ্চিত সময়ের সাথে সাথে ও স্ট্রেন্থ টু স্ট্রেন্থ হবে, অনেক ভালো কিছু দেখবো সে করছে।’
একজন অধিনায়কের জন্য দলের সিনিয়রদের সাহায্য পাওয়াটাও জরুরি। তামিম জানালেন, সে সাহায্যটা মুমিনুল পাচ্ছেন তার, মুশফিকদের কাছ থেকে। তিনি বলেন, ‘আমরা তো অবশ্যই সমর্থনটা দিতে চাই। যখনই আমাদের কিছু বলার থাকে আমরা বলি। ও যেটা ভালো মনে করে ও সেটা কাজে লাগায়। যেটা মনে করে এখন দরকার নেই সেটা নেয় না। যেটা একজন অধিনায়কের জন্য ভালো দিক।’
তবে সিনিয়র হওয়ার কারণে শুধু পরামর্শই দেন না তামিম, সুযোগ থাকলে শিখছেনও অনেক। ওয়ানডে অধিনায়ক বলেন, ‘মাঝে মাঝে এমন হয় যে আমাদের মনে হয় ও যেটা সিদ্ধান্ত নিচ্ছে ওটা আমাদের অনুসরণ করা উচিৎ, আমরা সেটা অনুসরণ করি। এটা না যে সিনিয়র হওয়ার কারণে সবসময় ওকে বলতে থাকব। সব কথার শেষ কথা হি ইজ দ্য রাইট ম্যান ফ দ্য জব।’
এনইউ/এমএইচ