আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জাদুকরী বোলিং করেছেন বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান। বিশেষ করে শেষ ওভারে মাত্র ১ রান খরচায় তুলে নিয়েছেন ৩ উইকেট।

কলকাতার বিপক্ষে আজ (বৃহস্পতিবার) দিল্লির হয়ে প্রথম ওভার করতে এসে মাত্র এক রান দিয়েছিলেন মুস্তাফিজ। এরপরের দুই ওভারেও ধরে রেখেছিলেন লাইন-লেংথ। তবে আসল জাদুটা দেখিয়েছেন নিজের এবং ইনিংসের শেষ ওভারে। এই ওভারের দ্বিতীয় বলে মুস্তাফিজকে তুলে মারতে গিয়ে ক্যাচ হয়ে ফিরে যান আরকে সিং। এক বল পরেই মুস্তাফিজের ওয়াইড ইয়র্কারকে সীমানা ছাড়া করতে গিয়ে চেতন সাকারিয়ার তালুবন্দি হয়ে ফিরে যান নিতিশ রানা।

এরপর কিউই পেসার টিম সাউদিকে যে বলে বোল্ড করলেন মুস্তাফিজ সেটি ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। ১৩৯ কিলোমিটার গতির নিখুঁত ইয়র্কার, সাউদি কিছু বুঝে উঠার আগেই তার স্ট্যাম্প কাঁপিয়ে দেন মুস্তাফিজ। ৪ ওভার বোলিং করে শেষমেশ মুস্তাফিজের বোলিং পরিসংখ্যান, ৪-০-১৮-৩!

আইপিএলের এবারের আসরে শুরুটা দারুণ করেছিলেন মুস্তাফিজুর রহমান। আসরে দলের প্রথম ম্যাচ মিস করলেও পরের ম্যাচে মাঠে নেমেই কিপটে বোলিং করে নিয়েছিলেন ৩ উইকেট। পরের ম্যাচগুলোতেও কিপটে বোলিংয়ের ধারাবাহিকতা ধরে রেখেছিলেন মুস্তাফিজ, তবে উইকেট আসছিল না। কলকাতার বিপক্ষে এই ম্যাচ দিয়ে আবারও উইকেটে ফিরলেন তিনি।

মুস্তাফিজের এই নৈপুণ্যের দিনে তার দল দিল্লিও আছে ভালো অবস্থানে। কলকাতাকে মাত্র ১৪৬ রানে বেঁধে ফেলার পর সে রান তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাত ওভারে ২উইকেট হারিয়ে ৫৫ রান তুলেছে তারা।

এইচএমএ