আগামী জুনে শুরু হবে বার্সেলোনার স্টেডিয়াম ক্যাম্প ন্যু’র সংস্কার কাজ। স্প্যানিশ কর্তৃপক্ষের কাছ থেকে বিল্ডিং পারমিট পাওয়ার পরই এক বিবৃতিতে স্টেডিয়াম সংস্কারের ঘোষণা দিয়েছে তারা।

জুনে সংস্কারের কাজ শুরু হলেও আগামী মৌসুমে ক্যাম্প ন্যুতেই খেলতে পারবেন পেদ্রি-ফাতিরা। তবে ২০২৩-২৪ মৌসুমে বার্সেলোনাকে তাদের হোম ম্যাচগুলো খেলতে হবে অলিম্পিক স্টেডিয়ামে। ২০২৪-২৫ মৌসুমে আবারও ন্যু ক্যাম্পে ফিরবে দলটি। তবে সে মৌসুমে ইউরোপের সর্ববৃহৎ স্টেডিয়ামের ধারণক্ষমতার অর্ধেক ব্যবহার করতে পারবে তারা। ২০২৫-২৬ মৌসুমে শেষ হবে সংস্কার কাজ।

১৯৫৭ সালে প্রতিষ্ঠিত ক্যাম্প ন্যু বর্তমানে ধারণক্ষমতার দিক দিয়ে ইউরোপের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম। ৯৯,৩৫৪ জন দর্শক একসাথে বসে খেলা উপভোগ করতে পারেন। সম্প্রতি মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের কাছে ক্যাম্প ন্যু’র নাম স্বত্ব বিক্রি করেছে বার্সেলোনা, যার ফলে আগামী মৌসুম থেকে ন্যু ক্যাম্পের নাম চার বছরের জন্য বদলে গিয়ে হবে স্পটিফাই ক্যাম্প ন্যু।

বার্সেলোনা সংস্কারের কথা নিশ্চিত করে তাদের বিবৃতিতে বলেছে, ‘এস্পাই বার্সা প্রকল্পের কেন্দ্রে থাকা ক্যাম্প ন্যু’র সংস্কার কাজ জুনে শুরু হবে। মূলত প্রথম ও দ্বিতীয় টায়ারে হবে এই সংস্কার কাজ।’

এইচএমএ