আইপিএলে ১ উইকেট খরুচে সালমার, একাদশে সুযোগ পাননি সুপ্তা
ভারতে মেয়েদের আইপিএল হিসেবে খ্যাত উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জের এবারের আসরে অংশ নিচ্ছেন দুই বাংলাদশি ক্রিকেটার সালম্যা খাতুন এবং শারমিন সুপ্তা। তাঁরা দুজনই খেলছেন ট্রেইলব্লেজার্সের হয়ে। বৃহস্পতিবার (২৬ মে) রাতে ভেলোসিটিকে হারিয়েছে সালমা-সুপ্তাদের দল। ম্যাচে মূল একাদশে সুযোগ পাননি আগের ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ সুপ্তা, তবে সালমা বল হাতে নিয়েছেন এক উইকেট।
ভেলোসিটির বিপক্ষে আগে ব্যাটিং করে পাঁচ উইকেটে ১৯০ রানের বড় স্কোর গড়ে ট্রেইলব্লেজার্স। আগের ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ সালমা এই ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি। রান তাড়া করতে নেমে ভেলোসিটি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১৭৪ রান। ১৬ রানের জয় পায় সালমাদের ট্রেইলব্লেজার্স। তবে আসরের প্রথম ম্যাচে সুপারনোভাসের কাছে বড় ব্যবধানে হেরে যাওয়ায় এদিন জয় পেয়েও কোনো লাভ হয়নি গতবারের চ্যাম্পিয়নদের।
বিজ্ঞাপন
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভেলোসিটির বিপক্ষে ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসে মাত্র চার রান দেন সালমা, ওভারের শেষ বলে তুলে নেন ক্রিজে থিতু হয়ে যাওয়া ইয়াশিকা ভাটিয়ার (১৫ বলে ১৯) মূল্যবান উইকেট। তবে নিজের দ্বিতীয় ওভারে বেশ খরুচে বোলিং করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। সেই ওভারে ১৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। এরপর ট্রেইলব্লেজার্স অধিনায়ক স্মৃতি মানধানা আর তার হাতে বল তুলে দেননি।
সুপারনোভাসের বিপক্ষে অবশ্য বল হাতে উজ্জ্বল ছিলেন সালমা। ৪ ওভারের কোটা পূর্ণ করে সেদিন ৩০ রান খরচায় তুলে নিয়েছিলেন দুই উইকেট।
বিজ্ঞাপন
এইচএমএ