কারা যাবেন নিউজিল্যান্ড, জানা যাবে শুক্রবার
গুঞ্জন ছিল বুধবারই নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বুধবার তো বটেই, বৃহস্পতিবারও স্কোয়াড ঘোষণা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বৃহস্পতিবার ক্রিকেটাররা করোনাভাইরাসের টিকা নেওয়ার পর শুক্রবার নিউজিল্যান্ড সফরের জন্য স্কোয়াড দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
প্রত্যাবর্তনের সিরিজে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও টেস্টে ভরাডুবি টাইগারদের। ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর বেশ নড়েচড়ে বসেছে বিসিবি। দফায় দফায় বৈঠকে বসছে টিম ম্যানেজমেন্ট আর বিসিবি কর্তারা। বুধবারের বৈঠক ছিল খোদ বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায়।
বিজ্ঞাপন
বিকেলে শেষ হওয়া সেই বৈঠকের শেষে নির্বাচক নান্নু জানান, নিউজিল্যান্ড সিরিজের জন্য শুক্রবার দল ঘোষণা করা হবে। তিনি বলেন, ‘আজ (বুধবার) আমাদের দল ঘোষণার কথা ছিল। আমরা সব প্রস্তুত করে রেখেছি। দল পরশু (শুক্রবার) সকালে দেব। বৃহস্পতিবার খেলোয়াড়রা করোনা ভ্যাকসিন নেবেন।’
নিউজিল্যান্ড সফরে আগামী ২০, ২৩ ও ২৬ কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। এরপর তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে আগামী ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল। এই সিরিজে কোনও টেস্ট ম্যাচ খেলবে না দুই দল। তবে সেখানে গিয়ে ৫ দিনের একটি ক্যাম্প করবে সফরকারী বাংলাদেশ দল। এর জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের।
বিজ্ঞাপন
টিআইএস/এমএইচ