বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে। দিনের প্রথম ম্যাচেও একই স্কোরলাইনে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র বাংলাদেশ পুলিশকে পরাজিত করেছে।

ম্যাচটি প্রথমার্ধে গোলশূন্য ছিল। ৭২ মিনিটে মন্নাফ রাব্বির শট ফিরিয়ে দেন ব্রাদার্সের গোলকিপার তিতুমীর চৌধুরী। ফিরতি বলে হেড করে গোলে পরিণত করেন মানিক হোসেন মোল্লা। শেষে এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী। পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে চট্টগ্রাম আবাহনী। 

তারপরও দুর্বল ব্রাদার্স ইউনিয়নকে হারাতে ঘাম ঝরাতে হয়েছে তাদের। শেষ দুই ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ও পুলিশের সঙ্গে ড্র করেছিল তারা। অন্যদিকে একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি কোচহীন গোপীবাগের দলটি।
 
এই জয়ে আট ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে চট্টগ্রাম আবাহনী। মাত্র এক পয়েন্ট নিয়ে তলানিতে গোপীবাগের দলটি। এই ম্যাচে ব্রাদার্স কোচবিহীন ছিল। প্রিমিয়ার লিগের নবম রাউন্ড শেষ হয়েছে। আগামীকাল ও পরশু দুই দিন লিগের বিরতি। শনিবার থেকে লিগের দশম রাউন্ড শুরু হবে। নবম রাউন্ড শেষে কিংস নয় ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে এককভাবে সবার উপরে। 

সমান সংখ্যক ম্যাচে ঢাকা আবাহনী ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। শেখ জামাল এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। সমান ম্যাচে শেখ রাসেল ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। আট ম্যাচে আরামবাগ পয়েন্টের খাতা খুলতেই পারেনি। ১৩ দলের মধ্যে আরামবাগের অবস্থান ১৩ তম। মাত্র এক পয়েন্ট নিয়ে ব্রাদার্স আরমাবাগের চেয়ে এক ধাপ উপরে।
 
এজেড/