মুজিব শতবর্ষ জাতীয় নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠেছে বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, জামালপুর ও নওগাঁ জেলা। আগামীকাল (বৃহস্পতিবার) দিনের প্রথম সেমিফাইনালে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বাংলাদেশ আনসার-পুলিশের বিরুদ্ধে ও দ্বিতীয় সেমিফাইনালে জামালপুর মোকাবেলা করবে নওগাঁ জেলার।

২২ বছর পর এবার মাদারীপুর জেলার হয়ে খেলেছেন নারী হ্যান্ডবলের অন্যতম তারকা ডালিয়া আক্তার। নিজ জেলাকে সেমিফাইনালে উঠাতে ব্যর্থ হয়েছেন এই নারী ক্রীড়াবিদ। 

মাদারীপুর সেমিফাইনালে উঠাতে না পারার কারণ সম্পর্কে তিনি বলেন,‘ আমাদের কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে। ব্যাক আপ খেলোয়াড় তেমন ছিল না।’ 

মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা এক সময় নারী হ্যান্ডবলে দাপুটে ভূমিকায় ছিল। এখন আগের সেই অবস্থানে নেই। আগের অবস্থানে ফেরানোর আহ্বান মাদারীপুরের এই কৃতি হ্যান্ডবল খেলোয়াড়ের, ‘বিজেএমসি নেই এবার এই জন্য মাদারীপুরের হয়ে খেলেছি। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে মাদারীপুর যেন আগের অবস্থানে ফিরে সে চেষ্টা করছি আমরা। এজন্য অবশ্য পৃষ্ঠপোষকতা, সংগঠক অনেক বিষয় জড়িত। একজন খেলোয়াড় ও কোচ হিসেবে নিজ জেলার হ্যান্ডবল উন্নয়নে ভূমিকা রাখতে চাই।’
 
জাতীয় চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনের খেলা নড়াইলের বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্টেডিয়ামে বাংলাদেশ আনসার ৫১-০৩ গোলে রাঙ্গামাটিকে, জামালপুর ৩৬-২৩ গোলে মাদারীপুরকে, ঢাকা ১৬-১৫ গোলে ফরিদপুরকে এবং বাংলাদেশ পুলিশ ৩৩-১৯ গোলে পঞ্চগড়কে হারিয়েছে।
   
এজেড/এমএইচ