চলে গেলেন দক্ষিণ আফ্রিকার বিখ্যাত আম্পায়ার রুদি কোয়ের্তজেন। মঙ্গলবার (৯ আগস্ট) কেপটাউনে গলফ খেলে বাড়ি ফেরার পথে নেলসন ম্যান্ডেলা বে-তে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন এই আম্পায়ার। মৃত্যুকালে আইসিসির এলিট প্যানেলের সাএবক এই আম্পায়ারের বয়স হয়েছিল ৭৩ বছর।

প্রায় দেড় যুগেরও বেশি সময় ক্রিকেটে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন রুদি। ১৯৯২ সালে আম্পায়ার হিসেবে অভিষেক তার, ২০১০ সাল পর্যন্ত একটানা ১৮ বছর আম্পায়ারিং করেছেন তিনি। এই সময়ে সব মিলিয়ে ৩৩১টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে মাঠে ছিলেন রুদি আর ৬৬টি ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি। ২০১০ ক্রিকেট-তীর্থ লর্ডসে অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টে শেষবারের মতো ম্যাচ পরিচালনা করেছিলেন রুদি।

দক্ষিণ আফ্রিকায় ঘরোয়া ক্রিকেট খেলা রুদি ১৯৮১ সাল থেকে আম্পায়ারিং শুরু করেন। দক্ষিণ আফ্রিকা-ভারতের মধ্যকার পোর্ট এলিজাবেথ টেস্ট ম্যাচ পরিচালনার মধ্য দিয়ে ১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়। পরপর দুই বিশ্বকাপ (২০০৩, ২০০৭) ফাইনালে টিভি আম্পায়ারের চেয়ারে ছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পরিচালনার দিক দিয়ে শীর্ষে রয়েছেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার (৫২৫ ম্যাচ)। আম্পায়ার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ পরিচালনা করেছেন রুদি (৩৯৭ ম্যাচ)।

এইচএমএ