টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের চতুর্থ ম্যাচে আগামীকাল অ্যাডিলেডে দুপুর দুটোয় মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এ ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসবে কিনা সে বিষয়ে নিশ্চিত হয়ে জানা যায়নি কিছু। তবে একাদশে স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনের গুরুত্ব জানালেন অধিনায়ক সাকিব আল হাসান।

ভারতের বিপক্ষে ম্যাচ শুরুর একদিন আগে আজ সংবাদ সম্মেলনে আসেন সাকিব, জানালেন মোসাদ্দেককে অকেশনাল (অনিয়মিত) বোলার হিসেবে মনে করলে ভুল হবে।

সাকিব বলেন, 'দেখুন ঘাটতি থাকলে আমরা ২০ ওভার করতে পারতাম না। মোসাদ্দেক জিম্বাবুয়ের বিপক্ষে এই বছর ৫ উইকেটও পেয়েছে একটা ম্যাচে। ৫ উইকেট পাওয়া টি-টোয়েন্টিতে খুবই বিরল ঘটনা। তাকে যদি আপনি অকেশনাল (অনিয়মিত) বোলার মনে করেন আমি বলবো সেটা ভুল।'

সাকিব যোগ করেন, 'মোসাদ্দেক হয়তো আরও ভালো বোলিং করতে পারে, ওকে আমরা ওভাবে বিবেচনা করিনি। আপনি যদি ঘরোয়া ক্রিকেট দেখেন ও কিন্তু টি-টোয়েটিতে চার ওভার করে।’

বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার।

এসএইচ/এনইআর