ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে আবুধাবি টি-টেন লিগের চতুর্থ মৌসুম। এর আগে বুধবার অনুষ্ঠিত ড্রাফটে দল পেয়েছেন তাসকিন আহমেদসহ ছয় বাংলাদেশি ক্রিকেটার।

তাসকিন আহমেদ ছাড়া বাকি তিন বাংলাদেশি ক্রিকেটার হলেন মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন,মেহেদি হাসান, মুক্তার আলি ও নাসির হোসেন। পেসার তাসকিন আহমেদকে দলে টেনেছে মারাঠা অ্যারাবিয়ান্স। বাংলাদেশি এ গতি-তারকা সতীর্থ হিসেবে পাচ্ছেন স্বদেশী মোসাদ্দেক হোসেনকে। মোসাদ্দেক অবশ্য ড্রাফট থেকে ডাক পেয়েছিলেন তাসকিনেরও আগে। শোয়েব মালিককে আইকন হিসেবে নেয়া এই দলটিতে ড্রাফট থেকে গিয়েছেন অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ ও ইংলিশ ক্রিকেটার লরি ইভান্স।

দুজন করে বাংলাদেশি ক্রিকেটার গেছেন বাংলা টাইগার্সেও। তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব ও অলরাউন্ডার মেহেদি হাসানকে দলে ভিড়িয়েছে তারা। আইকন ইসুরু উদানার সঙ্গে পেসার মোহাম্মদ ইরফান ও ক্যারিবীয় ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচারের উপস্থিতি দলটাকেও এনে দিয়েছে ফেভারিটের তকমা।

তবে ড্রাফটে চমক হিসেবে এসেছে নাসিরের নাম। পুনে ডেভিলস এমন এক মূহুর্তে দলে টেনেছে তাকে, যখন ফর্ম ও ফিটনেসহীনতার কারণে বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও খেলতে পারেননি নাসির।

ড্রাফটে ছিলেন মাহমুদউল্লাহ, আমিনুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন ও মুস্তাফিজুর রহমানরাও। তবে তাদেরর শেষমেশ কোনো দলই পেতে আগ্রহ দেখায়নি।

টুর্নামেন্ট শুরু ২৮ জানুয়ারি। ফাইনাল ৬ ফেব্রয়ারি। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে।

এনইউ