শুক্রবার দিনের প্রথম ম্যাচে বেশ বড়সড় এক হোঁচট খেল সিলেট স্ট্রাইকার্স। নিজেদের মাঠে রংপুর রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরেছে মাশরাফি বিন মুর্তজার সিলেট। গেল ম্যাচের মতো এ ম্যাচেও ব্যাট হাতে গোল্ডেন ডাকে ফিরেছেন মুশফিকুর রহিম। আফগান পেসার আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে বোল্ড হয়ে ফিরেছেন টাইগারদের সাবেক অধিনায়ক।

ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন ওমরজাই। সেখানে জানালেন সঠিক পরিকল্পনায় আউট করেছেন সিলেটের তারকা ব্যাটার মুশফিককে। যেমনটা বলছিলেন ওমরজাই, ‘টিম মিটিংয়ে এটা বলা হয়েছিল, মুশফিক যখনই আসবে তার সময়ে বল ভেতরে ঢুকাতে হবে। স্ট্যাম্প টু স্ট্যাম্প করতে হবে। আমারও ইচ্ছে ছিল ভালো জায়গায় ফেলে বল ভেতরে ঢুকাব। আলহামদুলিল্লাহ যে পরিকল্পনা ছিল তাতেই সাফল্য পেয়েছি।’

ওমরজাই যোগ করেন, পরিকল্পনা পুরো দলেরই ছিল। অধিনায়ক, কোচ, যে-ই ছিল। আমাদের বলা হয়েছিল, যে-ই প্রথমে বল করতে আসবে, ভেতরে ঢুকাতে হবে প্রথম দুই তিন বল। ওই পরিকল্পনাতেই সফল হওয়া গেছে।’

সিলেটে ম্যাচের উইকেট নিয়ে ওমরজাই বলন, ‘কন্ডিশন এমন ছিল, বল সুইং করছিল বেশি। হারিস ভাইয়ের সঙ্গেও কথা হচ্ছিল, যত আগে বল করছিলাম তত বেশি সুইং পাচ্ছিলাম। নজর ছিল ভালো লাইন ও লেন্থ ঠিক রেখে বল করা। এতেই সাফল্য পেয়েছি।’

এসএইচ/এনইআর