চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট হাতে রেখে ১২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে গেছে সিলেট স্ট্রাইকার্স। দলটির হয়ে এদিন সর্বোচ্চ ৬০ রান করেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। এছাড়া সমান ৪১ রান করেন মুশফিকুর রহিম ও রায়ান বার্ল। চট্টগ্রামের হয়ে ২ উইকেট সংগ্রহ করেছেন বিজয়াকান্ত ভায়াসকান্ত।

শনিবার (২৮ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে ওপেনিংয়ে ব্যাট হাতে রীতিমত ঝড় তুলেছিলেন শান্ত। চট্টগ্রামের বোলারদের একের পর এক সীমানা ছাড়া করতে থাকেন সিলেটের এই ওপেনার। যদিও আরেক ওপেনার তৌহিদ হ্রদয় এদিনও পাননি বড় রানের দেখা, ফিরেছেন ১৫ রান করেই।

পরবর্তীতে মুশফিকুর রহিমকে নিয়ে এগোতে থাকেন শান্ত। তবে ব্যক্তিগত ৬০ রানে থাকা অবস্থায় স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে বিদায় নেন এই ওপেনার। 

এরপর অবশ্য ক্রিজে এসে বিস্ফোরক এক ইনিংস খেলেন রায়ান বার্ল। আর এই ইনিংসেই সিলেটের জয় আরও সহজ করে দেন জিম্বাবুইয়ান এই ক্রিকেটার। আউট হওয়ার আগে বাঁহাতি এই ব্যাটার করেন ১৬ বলে ৪১ রান। শেষ দিকে মুশফিকের অপরাজিত ৪১ রান এবং জাকির হাসানের ১২ রানে ভর করে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট। 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মেহেদী মারুফ এবং শুভাগত হোমের অর্ধ-শতকের পাশাপাশি আফিফ হোসেনের ৩৪ রানে ভর করে ৬ উইকেটে ১৭৪ রান তোলে চট্টগ্রাম। সিলেটের হয়ে ২ উইকেট সংগ্রহ করেন ইমাদ ওয়াসিম।

এসএইচ/কেএ