ঢাকা ডমিনেটরস দলের টপ অর্ডারের যেন তাসের ঘরের মতো। বরাবরের মতো রংপুর রাইডার্সের বিপক্ষেও এদিন ভেঙে পড়তে সময় লাগেনি ঢাকার টপ অর্ডার। তবে মিডল অর্ডার ব্যাটার আরিফুল হকের ব্যাটে একশো পার করেছে দলটি। প্রথম ইনিংসের নির্ধারিত ২০ ওভার শেষে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেট হারিয়ে ১৩০ রান। রংপুরের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই ।

শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা। ইনিংসের একদম শুরুতেই দলের সেরা তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে দলটি। মোহাম্মদ মিঠুন ৫ সৌম্য সরকার ৩ এবং নাসির হোসেন করেন ২ রান। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন আবদুল্লাহ মামুন এবং অ্যালেক্স ব্লেক। মামুন ২৩ এবং ব্লেক ফেরেন ১৮ রানে। 

দলের হয়ে এরপর লড়াই করেছেন আরিফুল। ২৯ রান করে ফিরে যান এই মিডল অর্ডার এই ব্যাটারও। শেষ দিকে পেসার শরীফুল ইসলামের ১১ এবং স্পিনার আমির হামজার ১৫ রানে ভর করে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১৩০ রান।

এসএইচ/এনইআর