চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের শুরু থেকেই দাপট দেখিয়ে চলেছে ফরচুন বরিশাল। টেবিলের দুই নম্বরে থেকে ইতোমধ্যে দলটি নিশ্চিত করেছে বিপিএলের শেষ চার। তবে সরাসরি চুক্তিকৃত দুই বিদেশি ক্রিকেটারকে এবার ছেড়ে দিয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন এই ফ্র্যাঞ্চাইজিটি। 

আফগান ক্রিকেটার রহমানউল্লাহ গুরবাজ ও নাভিন উল হককে আসর শুরুর আগেই দলে ভিড়িয়েছিল বরিশাল। তবে একটি ম্যাচেও তাদের মাঠে দেখা যায়নি। কেননা এই দুই ক্রিকেটার খেলছিলেন আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে। যে কারণে সোমবার দলটির পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে তাদের দলের সঙ্গে যুক্ত না থাকার বিষয়টি।

দুই ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বরিশাল জানিয়েছে, 'তারা চাইলে বিপিএলে অন্য যে কোনো দলে খেলতে পারবে।'

এদিকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে দেশটির ক্রিকেটারদের প্লে-অফে পাবে না বরিশাল দল। যে কারণে তাদের বিকল্প হিসেবে ডোয়াইন প্রিটোরিয়াস, রিস টপলের মতো ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে তারা। এছাড়া রয়েছেন চতুরাঙ্গা ডি সিলভা, ইব্রাহিম জাদরান ও করিম জানাতের মতো ক্রিকেটাররা। 

এসএইচ/এফআই