বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের সঙ্গে পেরে উঠলো না বাংলাদেশের মেয়েরা। নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে ২৪ বল বাকি থাকতেই ছয় উইকেটের বড় জয় পেয়েছে বিসমাহ মারুফের দল। 

১০ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। টুর্নামেন্ট শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। এরই মধ্যে প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে হারের স্বাদ পেল লাল-সবুজের দল। 

সোমবার টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১০১ রান তুলতে সক্ষম হয় জ্যোতিরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস শামিমা সুলতানার। ৪১ বল খেলে ৩৬ রান করেন এ ক্রিকেটার। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন সুবহানা মুস্তারী। 

এদিকে, হাতের নাগালে থাকা টার্গেট তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারালেও জয় পেতে তেমন বেগ পেতে হয়নি পাকিস্তানের মেয়েদের। ১৬ ওভার শেষেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় তারা। 

এফআই