তিরিপানোদের লড়াই ব্যর্থ করে জিতল আফগানিস্তান
লড়াইটা আগের দিনের মতো এদিনও চালিয়ে যাচ্ছিলেন ডোনাল্ড তিরিপানো ও শন উইলিয়ামস। জিম্বাবুয়েকে দেখাচ্ছিলেন ভালো কিছুর স্বপ্ন। কিন্তু সেটা আর শেষ পর্যন্ত বাস্তবায়ন হলো না। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তারা হেরে গেছে ছয় উইকেটের ব্যবধানে।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শেষদিনে জিম্বাবুয়েকে বড় কিছুর স্বপ্ন দেখাচ্ছিলেন তিরিপানো ও শন উইলিয়ামস। কিন্তু তাদের সে স্বপ্নে বাধ সাধেন রশিদ খান। ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে ২৫৮ বলে ৯৫ রান করা তিরিপানোকে সাজঘরের পথ দেখিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
পরের তিন ব্যাটসম্যানও উইলিয়ামসকে সঙ্গ দিতে পারেননি। শেষ পর্যন্ত ৩০৯ বল খেলে ১৫১ রানে অপরাজিত থাকেন উইলিয়ামস। সব উইকেট হারিয়ে ৩৬৫ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। চার উইকেট নেন রশিদ খান।
আফগানদের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ১০৮ রানের। এই লক্ষ্যে খেলতে নেমে সহজেই জয় পেয়েছে আফগানিস্তান। যদিও ৮ রানেই প্রথম উইকেট হারিয়ে ফেলেছিল তারা। তবে রহমত শাহ ও ইবরাহিম জাদরান মিলে এরপর সামাল দেন।
বিজ্ঞাপন
৬৫ বলে ২৯ রান করে ইবরাহিম আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রহমত শাহ। ৭৬ বল খেলে ৫৮ রান করেছেন তিনি। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আফগানিস্তানের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হাশমতুল্লাহ শাহিদি।
এমএইচ