শেষ চারের আশা অনেক আগেই শেষ হয়েছে চট্টগ্রামের চ্যালেঞ্জার্সের। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন চট্টলার ব্যাটাররা। প্রথমে ব্যাট করে রংপুরের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে তারা করেছে ১৩২ রান। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক জিয়াউর রহমান। রংপুরের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন রাকিবুল হাসান এবং হারিস রউফ।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই দলের সেরা তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকে চট্টগ্রাম। রান পাননি তারকা ক্রিকেটার আফিফ হোসেনও, ফিরেছেন ১৫ রান করেই। বিদেশি রিক্রুট কার্টিস ক্যাম্ফার ও ফিরেছেন সিঙ্গেল ডিজিটে। এরপর তৌফিক খান তুষারকে নিয়ে ইনিংস মেরামতের কাজ চালাতে থাকেন জিয়া। 

তবে শেষ রক্ষা হয়নি। তুষার ফিরেছেন ২৮ রান করে। ক্রিজে থিতু হয়েও ইনিংসকে বড় করার আক্ষেপ নিয়ে জিয়া ফিরেছেন ৩৩ রান করে। এরপর আর দলের হয়ে বলার মতো রান করতে পারেননি কোনো ক্রিকেটার। ১৭ রান করে ইনিংসের শেষ বল পর্যন্ত ক্রিজে টিকে ছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরি। নির্ধারিত ওভার শেষে চট্টগ্রাম করেছে ১৩২ রান। 

এসএইচ/এনইআর