টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। একপাক্ষিক ম্যাচে টাইগ্রেসদের সুযোগই দেয়নি পাকিস্তানিরা। এবার ভারতের বিপক্ষে ম্যাচেও দেখা গেল একই চিত্র। বিশাল ব্যবধানে হারল বাংলাদেশের নারীরা। 

স্টেলেনবোস স্টেডিয়ামে বুধবার বাংলাদেশকে ৫১ রানে হারিয়েছে ভারত। ৫৬ বলে ৯১ রান করে ভারতের জয়ের মূল কারিগর রিচা ঘোষ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেছেন অধিনায়ক নিগার সুলতানা।

টস হেরে বোলিংয়ে নেমে শুরুটা তেমন খারাপ হয়নি বাংলাদেশের। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনকে প্রথম ১০ ওভারে ৫১ রানে বেঁধে রেখেছিল টাইগ্রেসরা। কিন্তু শেষ ১০ ওভারে রিচা আর জেমিনাহ রদ্রিগেজের দাপুটে ব্যাটিংয়ে ১৮৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত। 

পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে কখনোই ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। ওপেনার মুর্শিদা খাতুনের ৩২ আর অধিনায়ক নিগারের ৪০ রানে ভর করে ১৩১ রানে থামে টাইগ্রেসরা। 

এনইআর