বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ অনেক। ১৪ দিনের কোয়ারেন্টাইন, বিরুদ্ধ কন্ডিশন, দলের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের না থাকা, নিউজিল্যান্ডের বাতাস, প্রতিপক্ষের দারুণ ফর্ম। কিছুই যেন নেই তামিম ইকবালদের পক্ষে। পরিসংখ্যানও আছে সেই পথেই, বাংলাদেশ এখনো নিউজিল্যান্ডের বিপক্ষে জেতেনি তাদের মাটিতে।

আগামীকাল (শনিবার) বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। তার আগে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারিদের দেখে নেওয়া যাক এক নজরে-

মুখোমুখি লড়াই-

এখনো পর্যন্ত নিউজিল্যান্ডে বিপক্ষে মোট ৩৫ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে দশ ম্যাচে জয় পেয়েছে টাইগাররা, তবে এর কোনোটিই নিউজিল্যান্ডের মাটিতে নয়। বাংলাদেশের মাটিতে ১৩ ম্যাচের ৮টিতে হেরেছে নিউজিল্যান্ড। অন্যদিকে কিউইদের মাটিতে ১৩ ম্যাচের সবগুলোতেই হেরে গেছে বাংলাদেশ দল। 

সেরা ব্যাটসম্যান-

বাংলাদেশ ও নিউজিল্যান্ড দুই দল মিলিয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক রস টেইলর। এই সিরিজের প্রথম ম্যাচে না থাকা এই ব্যাটসম্যান ২৩ ইনিংসে দুই সেঞ্চুরির সঙ্গে করেছেন ৮ ফিফটি। ৫৯ গড়ে তার রান ১০০৩। ৬৩৯ রান এসেছে সাকিব আল হাসানের ব্যাট থেকে, ২২ ইনিংসে ৩১.৯৫ গড়ে এই রান করেছেন তিনি। কিউইদের বিপক্ষে ৬৩টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়েছেন এই অলরাউন্ডার।

তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশের মুশফিকুর রহিম। কিউইদের বিপক্ষে ২৫ ইনিংসে ২৬.৪০ গড়ে ৫৮১ রান করেছেন তিনি। ১২ ইনিংসে তিন সেঞ্চুরিসহ ৫৭৩ রান করে তালিকার চতুর্থ স্থানে আছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। তালিকার পঞ্চমস্থানে আছেন বাংলাদেশের তামিম ইকবাল, ২৩ ইনিংসে ২৪.৫২ গড়ে ৫৬৪ রান করেছেন তিনি। 

সেরা বোলার-

ব্যাটিংয়ের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিংয়েও বাংলাদেশের পক্ষে শীর্ষে সাকিব আল হাসান। ২২ ম্যাচে ৫.০৫ গড়ে ওভার প্রতি রান দিয়ে তিনি নিয়েছেন ৩৭ উইকেট। ১৭ ম্যাচে ৩৩ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের কাইল মিলস।

বাংলাদেশের বর্তমান স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরি আছেন তালিকার তিনে, কিউইদের হয়ে ২০ ম্যাচে তার উইকেট সংখ্যা ৩১টি। বাংলাদেশের পেসার রুবেল হোসেন ও নিউজিল্যান্ডের টিম সাউদি দুইজনেরই উইকেট সংখ্যা ২২টি। সাউদি ১৫ ইনিংসে এই উইকেট নিলেও রুবেল নিয়েছেন ১৩ ইনিংসে। 

সেরা ফিল্ডার-

দুই দল মিলিয়ে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড দখলে নিউজিল্যান্ডের সাবেক উইকেটরক্ষক ব্রেন্ডন ম্যাককালামের দখলে। ২১ ম্যাচে ৩৯ ডিশমিশাল তার, যার ৩৬টি ক্যাচ আর বাকি তিনটি স্টাম্পিং। বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ডিসশিশাল ২০টি, ১৭ ক্যাচের সঙ্গে তিন স্টাম্পিং তার।

ফিল্ডার হিসেবে সবচেয়ে বেশি ১০ ক্যাচ নিয়েছেন বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ। ৯ ক্যাচ নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন রস টেইলর, বাংলাদেশের তামিম ইকবালও নিয়েছেন তার সমান ক্যাচ। 

সেরা জুটি-

দুই দলের সিরিজে জুটি বেধে সবচেয়ে বেশি রান করেছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ৯ ইনিংসে একসঙ্গে ব্যাট করে দুজন মিলে ৩৪৬ রান করেছেন তারা। দ্বিতীয় স্থানে আছে মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান জুটি। ৪ ইনিংসে এই জুটি থেকে এসেছে ৩৩০ রান। কিউইদের পক্ষে সর্বোচ্চ রান এসেছে জেমি হাউ ও ব্রেন্ডন ম্যাককালাম জুটিতে। ৪ ইনিংসে এই জুটি থেকে এসেছে ২৭৫ রান। 

এমএইচ/এটি