নিউজিল্যান্ড সফর শেষ শাদাব খানের
ছবি: সংগৃহীত
চোটের কারণে পাকিস্তান অলরাউন্ডার শাদাব খান পায়ের পেশিতে চোট পেয়েছেন। ফলে নিউজিল্যান্ড সফর শেষ হয়ে গেছে তার। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খেলতে পারবেন না তিনি।
আজ শনিবার সকালে নিউজিল্যান্ডের বিপক্ষে বক্সিং ডে টেস্টের আগমুহূর্তে এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, বাম উরুর রেক্টাস ফিমোরিস পেশিতে বড় ধরনের চিড় ধরা পড়েছে তার। চোটটি অবশ্য নতুন কিছু নয়। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে চোট পান তিনি। পরে এমআরআই পরীক্ষায় দেখা যায় বড় চোটই পেয়েছেন তিনি। সেটি আজ সকালে নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
বিজ্ঞাপন
তবে সিরিজ শেষ হয়ে গেলেও শাদাব থাকবেন নিউজিল্যান্ডে দলের সঙ্গেই। মেডিক্যাল দলের পর্যবেক্ষণেই চলবে তার পুনর্বাসন প্রক্রিয়া।
জিম্বাবুয়ের বিপক্ষে গেলো মাসের সিরিজেও একটি চোট ছিটকে দিয়েছিলো এই অলরাউন্ডারকে। তবে পাকিস্তান ক্রিকেট দলের ডাক্তার সোহেইল সেলিম জানাচ্ছেন, সে চোটের সঙ্গে নিউজিল্যান্ড সফরে পাওয়া চোটের কোনো সম্পর্ক নেই। তিনি এ ব্যাপারে বলেন, ‘এমআরআই রিপোর্ট এ ব্যাপারটি নিশ্চিত করেছে যে এই চোটটা সদ্য পাওয়া, গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে যেটা তাকে ছিটকে দিয়েছিল সেটা নয়।’
‘এ চোট থেকে তাকে সারিয়ে তুলতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে আর শাদাবকে ছয় সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ায় রাখা হবে যেখানে তাকে প্রতি সপ্তাহে আলট্রাসাউন্ড স্ক্যান করানো হবে। ছয় সপ্তাহের এই প্রক্রিয়া শেষ করার পর শাদাবের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে মেডিক্যাল প্যানেল আবারও চোটটিকে মূল্যায়ন করবে।’
বিজ্ঞাপন
ছয় সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ার ফলে নিউজিল্যান্ড সিরিজ তো বটেই, দক্ষিণ আফ্রিকা সিরিজও শেষ হয়ে গেছে শাদাবের। আগামী ২৬ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের সিরিজটি। দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টির সিরিজটি শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।
এনইউ