সোহেল রানাকে নিয়ে সংবাদ সম্মেলনে আসতেই উপস্থিত সাংবাদিকরা অভিনন্দন কোচ জেমি ডেকে। কোচ জেমি ডে তার প্রাথমিক বক্তব্যে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘আমরা গোল হজম করিনি। ভালো খেলে ম্যাচটি জিতেছি। সবকিছু মিলিয়ে আমি সন্তুষ্ট।’ 

কোচ জেমি ডে এই দলকে নেপাল এনেছেন জুনে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য। প্রথম একাদশে তিনজনকে অভিষেক করিয়েছেন। এর মধ্যে একমাত্র ১৭ বছর বয়স্ক রিমন হোসেনকে পুরো ৯০ মিনিট খেলিয়েছেন। বাকি দুই অভিষিক্ত হাবিবুর রহমান সোহাগ ও মেহেদী হাসান রয়েলকে ৫৫ মিনিট পর্যন্ত খেলিয়েছেন। 

তিন অভিষিক্তের উপর খুশিই হয়েছেন জেমি, ‘আমি নতুনদের দেখতেই এখানে এসেছি। তারা যথেষ্ট ভালো খেলেছে। আমি তাদের ওপর খুশি।’ দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটের পর সিনিয়র ফুটবলার নামিয়েছিলেন পাঁচ জন। দ্বিতীয়ার্ধের শেষ পঁচিশ মিনিট বাংলাদেশ দল কিরগিজদের চাপে ছিল। 

ইনজুরি মিনিটে কয়েকটি মারাত্নক আক্রমণ করে কিরগিজরা। সেই আক্রমণ থেকে ম্যাচে সমতাও আসতে পারতো। দ্বিতীয়ার্ধে চাপে পড়ার প্রসঙ্গে কোচের উত্তর, ‘দ্বিতীয়ার্ধে যারা নেমেছে তারা সবাই লিগে নিয়মিত খেলেছে। কিছুটা ক্লান্ত ছিল। এটার প্রভাব ম্যাচে পড়েছে। তারা ম্যাচে মাত্র একটি সুযোগই পেয়েছিল।’

২৫ মার্চ কিরগিজস্তানের বিরুদ্ধে স্বাগতিক নেপাল এক পয়েন্ট পেলেই বাংলাদেশ ফাইনালে খেলবে। কিরগিজস্তান-নেপাল ম্যাচের ওপর নির্ভর করছে জেমির পরের ম্যাচের কৌশল, ‘নেপাল ম্যাচের আগেই যদি আমাদের ফাইনাল নিশ্চিত হয়ে যায় তাহলে একাদশে আরও বেশি নতুনদের সুযোগ দিতে পারি। আর নেপাল ম্যাচ খেলে যদি ফাইনাল নিশ্চিত করতে হয় সেক্ষেত্রে একটু ভিন্নতা আসতে পারে।’ 

কিরগিজস্তানের বিরুদ্ধে বাংলাদেশ জিতলেও একমাত্র গোলটি এসেছে কিরগিজদের পা থেকেই। বাংলাদেশের ফরোয়ার্ড লাইন অনেক ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই প্রসঙ্গে আবার ঘরোয়া লিগের সমালোচনা করলেন জেমি ডে, ‘ঘরোয়া ফুটবলের কাঠামো ও নিয়ম পরিবর্তন না করলে এই সমস্যার সমাধান হবে না। ’

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৭ মার্চ স্বাগতিক নেপালের বিরুদ্ধে। দশরথ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ছয়টায়। 

এজেড/