রানার দুর্দান্ত বোলিংয়ে জয়ে শুরু মুমিনুলদের
দুই ইনিংসে নিলেন মোট সাত উইকেট। দ্বিতীয় ইনিংসের চার উইকেটের তিনটিই নিয়েছেন শেষদিনে, যেদিন পাঁচ উইকেট হাতে রেখে রাজশাহী বিভাগের জিততে প্রয়োজন ছিল ১৩৬ রান। কিন্তু মেহেদী হাসান রানার পেসে সেটা সম্ভব করতে পারেনি তারা। ৮৮ রানের জয় দিয়ে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু করেছে মুমিনুল হকের চট্টগ্রাম বিভাগ।
শেষদিনে জুনায়েদ সিদ্দিকী ও ফরহাদ রেজার জুটির ওপর ভরসা ছিল রাজশাহীর। কিন্তু দ্বিতীয় দিনে তারা ২১ রান যোগ করতেই প্রথম সাফল্য পান রানা। ৫৫ বলে ২৫ রান করা ফরহাদ রেজাকে হাসান মুরাদের ক্যাচ বানান এই পেসার।
বিজ্ঞাপন
এরপর কিছুক্ষণ পর ১১ বলে ৩ রান করে রানার বলেই সাজঘরে ফেরত যান প্রীতম কুমার। তাইজুল ইসলামকে বোল্ড করে আউট করেন ইরফান হোসেন। একইভাবে শফিকুল ইসলামকে সাজঘরের পথ দেখান রানা।
আগের ইনিংসে চোট পেয়েছিলেন আসাদুজ্জামান পায়েল। দ্বিতীয় ইনিংসে তাই আর ব্যাটিংয়ে নামেননি তিনি। তাই তিন নম্বরে খেলতে নামা জুনায়েদ সিদ্দিকী ১৬৩ বলে ৬৮ রান করে অপরাজিত থেকেই দলের হার দেখতে হয় জুনায়েদ সিদ্দিকীকে।
বিজ্ঞাপন
প্রথম ইনিংসে চট্টগ্রামের করা ২৮৭ রানের জবাবে ১৫২ রানেই গুটিয়ে যায় রাজশাহী। এরপর অল্পতেই অলআউট হয় চট্টগ্রামও। তারা ১৪৭ রানে গুটিয়ে গেলে রাজশাহীর সামনে ২৮৩ রানের লক্ষ্য দাঁড়ায়।
সংক্ষিপ্ত স্কোর:
প্রথম ইনিংস:
চট্টগ্রাম ২৮৭, রাজশাহী ১৫২
দ্বিতীয় ইনিংস
চট্টগ্রাম ১৪৭ ও ১৯৪
রাজশাহী দ্বিতীয় ইনিংস: ৬৯ ওভারে ১৯৪ (জুনায়েদ ৬৮*, রেজা ২৫, ইফরান ১৪-৩-৪০-৩, মেহেদি রানা ১৭-৬-৩৫-৪, হাসান ১৯-৩-৩৬-১, ইয়াসির ৫-০-১৫-১)
ফল: চট্টগ্রাম ৮৮ রানে জয়ী।
ম্যাচসেরা : মেহেদি হাসান রানা।
এমএইচ/এটি